Ajker Patrika

গফরগাঁওয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
গফরগাঁওয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের গফরগাঁওয়ে সুফিয়া বেগম (৪৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার সালটিয়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আজ রোববার বাড়ির কাছে গফরগাঁও-ভালুকা সড়কের বাইপাস মোড়ে সুফিয়া বেগম ও সূর্যত আলীর মধ্যে জমি নিয়ে তর্কাতর্কি হয়। একপর্যায়ে সূর্যত আলীর স্বজনেরা এসে রামদা দিয়ে সুফিয়া বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। আহত সুফিয়া বেগম দৌড়ে দক্ষিণ পুখুরিয়া নিজ বাড়িতে আশ্রয় নিলে সেখানেও তাঁকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। পরে স্থানীয়রা সুফিয়া বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত সুফিয়া বেগমের স্বামী সিরাজ উদ্দিন বলেন, ‘সূর্যত আলী, আকরাম, আশরাফুল, হেকমত, আজিজুল ও তাঁর লোকজন আমার পৈতৃক সম্পত্তিতে দোকান ঘর করে ব্যবসা করছে। আমি ও আমার স্ত্রী দীর্ঘদিন ধরে বাধা দিলেও তারা দোকান ঘর সরিয়ে নিচ্ছে না। আজ আমার স্ত্রী আবারও তাদের বাধা দিতে গেলে তাঁকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।’

এ বিষয়ে অপর পক্ষের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে সজীব মিয়া নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত