Ajker Patrika

গৌরীপুরে আ. লীগের চেয়ারম্যান প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র বাতিল

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
গৌরীপুরে আ. লীগের চেয়ারম্যান প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র বাতিল

চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে গৌরীপুরে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল সোমবার রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর এ তথ্য জানানো হয়। 

সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার সূত্রে জানা যায়, দলীয় প্রধানের পত্র না থাকায় অচিন্ত্যপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. জয়নাল আবেদীন ও মো. জহিরুল ইসলাম, ঋণ খেলাপির জামিনদার থাকায় মাওহা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ কালন, ঋণ খেলাপির কারণে অচিন্ত্যপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. দুলাল ফকির, বোকাইনগর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাবিবুল ইসলাম খান শহীদ ও ডৌহাখলা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন এবং সংশ্লিষ্ট ইউনিয়নে সরকারি কাজের ঠিকাদারি কাজ থাকার কারণে ভাংনামারী ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. নেজামুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 
 
এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার সজল চন্দ্র সরকার বলেন, যে সকল প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তাঁরা সকলেই আপিল করতে পারবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত