নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিশু গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছে। মোবাইল ফোনে খেলা ছেড়ে পড়তে বসতে বলায় সে রাগে এমনটি ঘটিয়েছে বলে দাবি করেছে পরিবার।
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাহিম ভূঁইয়া (১২) ওই গ্রামের নাছির উদ্দিন ভূঁইয়ার ছেলে। সে নান্দাইল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফাহিম ভূঁইয়া পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল। তার স্কুলে বার্ষিক পরীক্ষা চলছে। গতকাল মঙ্গলবার রাতে ঘরে পড়তে বসে। এর মধ্যে ফাঁকে ফাঁকে মোবাইল ফোনে খেলতে দেখে তার বাবা বকাঝকা করেন। রাগে-অভিমানে সবার অজান্তে গলায় মাফলার পেঁচিয়ে গ্রিলের সঙ্গে আত্মহত্যা করে সে। একপর্যায়ে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফাহিমের মামা মেহেদী হাসান পলাশ আজকের পত্রিকাকে বলেন, ‘ফাহিম অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। মোবাইল রেখে পড়তে বলায় সে রাগে এমন ঘটনা ঘটিয়েছে। গলায় ফাঁস দিয়ে হয়তো সে বাঁচতে চেষ্টা করেছিল, কারণ তার বইগুলো বিছানার মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। সেখানেই প্রস্রাব করে ফেলেছে।’
তিনি আরও বলেন, ‘বার্ষিক পরীক্ষা চলছে। আর দুইটা পরীক্ষা বাকি ছিল। এর মধ্যে আদরের ভাগনেকে এভাবে হারাতে হবে, ভাবতে পারিনি।’
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদ আহমেদ বলেন, ‘পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’
ময়মনসিংহের নান্দাইলে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিশু গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছে। মোবাইল ফোনে খেলা ছেড়ে পড়তে বসতে বলায় সে রাগে এমনটি ঘটিয়েছে বলে দাবি করেছে পরিবার।
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাহিম ভূঁইয়া (১২) ওই গ্রামের নাছির উদ্দিন ভূঁইয়ার ছেলে। সে নান্দাইল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফাহিম ভূঁইয়া পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল। তার স্কুলে বার্ষিক পরীক্ষা চলছে। গতকাল মঙ্গলবার রাতে ঘরে পড়তে বসে। এর মধ্যে ফাঁকে ফাঁকে মোবাইল ফোনে খেলতে দেখে তার বাবা বকাঝকা করেন। রাগে-অভিমানে সবার অজান্তে গলায় মাফলার পেঁচিয়ে গ্রিলের সঙ্গে আত্মহত্যা করে সে। একপর্যায়ে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফাহিমের মামা মেহেদী হাসান পলাশ আজকের পত্রিকাকে বলেন, ‘ফাহিম অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। মোবাইল রেখে পড়তে বলায় সে রাগে এমন ঘটনা ঘটিয়েছে। গলায় ফাঁস দিয়ে হয়তো সে বাঁচতে চেষ্টা করেছিল, কারণ তার বইগুলো বিছানার মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। সেখানেই প্রস্রাব করে ফেলেছে।’
তিনি আরও বলেন, ‘বার্ষিক পরীক্ষা চলছে। আর দুইটা পরীক্ষা বাকি ছিল। এর মধ্যে আদরের ভাগনেকে এভাবে হারাতে হবে, ভাবতে পারিনি।’
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদ আহমেদ বলেন, ‘পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’
মেহেরপুরের গাংনীতে তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার নওয়াপাড়া-তেঁতুলবাড়িয়া সড়কের ধলা ব্রিজের ওপর থেকে এই বস্তুগুলো উদ্ধার করা হয়। তেঁতুলবাড়িয়া গ্রামের প্রত্যক্ষদর্শী রাশেদুজ্জামান বলেন, তাঁরা কয়েকজন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে মোটরসাইকেল কিনে তিনটি গাড়ি নিয়ে...
১৪ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক কলেজছাত্র ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার গভীর রাতে মির্জাপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। আজ শনিবার সকালে লাশ উদ্ধার করে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহত কলেজছাত্রের পরিচয় জানা যায়নি।
২০ মিনিট আগেগতকাল শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেওয়ার সময় এমন কথা বলেন সরকারি কর্মকর্তা শেখ রাসেল। অনেকেই তাঁর বক্তব্য ফেসবুকে লাইভ করেন। ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও এলাকায়...
৩৩ মিনিট আগেকুমিল্লার চৌদ্দগ্রাম থানার কাছে মহাসড়কে ফের ডাকাত দলের কবলে পড়ছেন আরেক প্রবাসী। তাঁর ভাড়া করা প্রাইভেট কারে হামলা চালিয়ে সব মালপত্র লুট করে নেওয়া হয়েছে। আজ শনিবার ভোরে চৌদ্দগ্রাম থানা থেকে ৫০০ গজ দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাল্গুনকরা মাজার এলাকায় সশস্ত্র ডাকাত দল এ হামলা চালায়।
১ ঘণ্টা আগে