নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে ছাত্রদলের এক নেতার বাড়িতে আওয়ামী লীগের নেতৃত্বে হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ওই নেতাসহ তিনজন আহত হয়েছেন।
ভুক্তভোগী মো. সোহাগ মিয়া খারুয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকালে ইউনিয়নের বনগ্রামে সোহাগের বাড়িতে এ হামলা হয়।
ভুক্তাভোগীরা জানান, আজ সকালে খারুয়া ইউনিয়নের বনগ্রাম গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইসমাঈল, ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিনের নেতৃত্ব ১৫-২০ জন ছাত্রদলের সভাপতির বাড়িতে অতর্কিত হামলা চালায়।
এ সময় বসতঘর ভাঙচুর, গোয়ালঘরে আগুন ও তিন ভরি স্বর্ণালংকার লুট করে নেওয়া হয়।
এ ঘটনায় ছাত্রদলের সভাপতি সোহাগ মিয়া (২৪), মুসলেম উদ্দিন (৫০) ও সজীব মিয়া (২৫) আহত হন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
জানতে চাইলে ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর বলেন, ‘আমরা তো সবাই প্রতিবেশী। সামান্য বিষয় নিয়ে ইটপাটকেল ছোড়াছুড়িতে আহত হয়েছে। আমরাই সমাধান করে নেব।’
খারুয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহাগ মিয়া বলেন, ‘আওয়ামী লীগের নেতারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বাড়িঘরে হামলা করেছে। এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
নান্দাইল মডেল থানার (উপরিদর্শক) এসআই পিন্টু চন্দ দে বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় দু-তিনজন আহত হয়েছেন। স্থানীয়দের বিষয়টি মীমাংসার কথা বলা হয়েছে। না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
ময়মনসিংহের নান্দাইলে ছাত্রদলের এক নেতার বাড়িতে আওয়ামী লীগের নেতৃত্বে হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ওই নেতাসহ তিনজন আহত হয়েছেন।
ভুক্তভোগী মো. সোহাগ মিয়া খারুয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকালে ইউনিয়নের বনগ্রামে সোহাগের বাড়িতে এ হামলা হয়।
ভুক্তাভোগীরা জানান, আজ সকালে খারুয়া ইউনিয়নের বনগ্রাম গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইসমাঈল, ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিনের নেতৃত্ব ১৫-২০ জন ছাত্রদলের সভাপতির বাড়িতে অতর্কিত হামলা চালায়।
এ সময় বসতঘর ভাঙচুর, গোয়ালঘরে আগুন ও তিন ভরি স্বর্ণালংকার লুট করে নেওয়া হয়।
এ ঘটনায় ছাত্রদলের সভাপতি সোহাগ মিয়া (২৪), মুসলেম উদ্দিন (৫০) ও সজীব মিয়া (২৫) আহত হন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
জানতে চাইলে ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর বলেন, ‘আমরা তো সবাই প্রতিবেশী। সামান্য বিষয় নিয়ে ইটপাটকেল ছোড়াছুড়িতে আহত হয়েছে। আমরাই সমাধান করে নেব।’
খারুয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহাগ মিয়া বলেন, ‘আওয়ামী লীগের নেতারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বাড়িঘরে হামলা করেছে। এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
নান্দাইল মডেল থানার (উপরিদর্শক) এসআই পিন্টু চন্দ দে বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় দু-তিনজন আহত হয়েছেন। স্থানীয়দের বিষয়টি মীমাংসার কথা বলা হয়েছে। না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, একটি বাসায় দুজন রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় গুলি করে মানিককে হত্যা করা হয়। তবে তাঁর সঙ্গে থাকা অন্যজনের কোনো খোঁজ মেলেনি। সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করেছেন, নাকি তিনি পালিয়ে গেছেন, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
১৪ মিনিট আগেএক ভাই এক বোনের মধ্যে পারভেজ ছিল বড়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল পারভেজ। পারভেজ কাফরুলে কাজিপাড়া আলহেরা হাসপাতালের পাশে একটি মেসে থাকত। ছোট বোন ঢাকার মাইলস্টোনে পড়াশোনা করে। বাবা জসিম উদ্দিন কুয়েত প্রবাসী। মা পারভীন আক্তার গৃহিণী। তাদের গ্রামে
২৭ মিনিট আগেখ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ রোববার। দিনটি খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। তাঁদের মতে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং আনন্দের।
৩০ মিনিট আগেচাঁদপুর সদর উপজেলায় বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল শনিবার মধ্যরাতে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে এই ঘটনা ঘটে। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।
৩৬ মিনিট আগে