Ajker Patrika

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে নান্দাইলে মানববন্ধন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১৪: ৩৩
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে নান্দাইলে মানববন্ধন

ফিলিস্তিনে ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইলে মানববন্ধন করা হয়েছে। আজ রোববার সকালে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ উপজেলার বঙ্গবন্ধু চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করে।

মানববন্ধনে ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক নারী-শিশুসহ নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা; পানি, বিদ্যুৎ, গ্যাসের সংযোগ বন্ধ করে দেওয়াসহ সব অপরাধ বন্ধে বিশ্বসম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল হান্নান আল আজাদ।

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে নান্দাইলে মানববন্ধনমানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুলতান আহম্মদ, চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল্লাহ, সহসভাপতি কলামিস্ট সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মো. আহসান কাদের মাহমুদ, মো. ওসমান ফারুক, মো. মনোয়ার হোসেন মাস্টার, মোছা. তাওহিদা আক্তার, মো. মনিরুল ইসলাম রাকিব প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত