Ajker Patrika

৮ বছর পর করা মামলায় নান্দাইল পৌর যুবলীগের সভাপতি পিন্টু গ্রেপ্তার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ৩৫
আবু বক্কর ছিদ্দিক পিন্টু। ছবি: আজকের পত্রিকা
আবু বক্কর ছিদ্দিক পিন্টু। ছবি: আজকের পত্রিকা

আট বছর পর করা মামলায় ময়মনসিংহের নান্দাইল পৌর যুবলীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক পিন্টুকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নান্দাইল পৌর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহের নান্দাইল উপজেলা মহিলা দলের সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার রিপার স্বামী মো. রফিকুল ইসলাম ভূঁইয়াকে কুপিয়ে জখমের মামলায় পিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ। তিনি জানান, ‘মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি যুবলীগ নেতা পিন্টু।’

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।

২০১৮ সালের ২২ ডিসেম্বর সন্ধ্যায় নিজ বাসার সামনে বিএনপি নেত্রীর স্বামী রফিকুল ইসলাম পোস্টার টানাতে যান। সে সময় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলের নেতৃত্বে ১৫০ থেকে ১৬০ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে রফিকুল ইসলামকে কুপিয়ে জখম করেন। এ ঘটনায় তাঁর মুদিদোকানে লুটপাট চালিয়ে ৫ লাখ ৪০ হাজার টাকার ক্ষতি করা হয়।

এ ঘটনায় রফিকুল ইসলাম ভারত থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হন। আট বছর পর চলতি বছরের ৪ জানুয়ারি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলকে প্রধান আসামি করে ১৬ জনের নামে মামলা করেন ভুক্তভোগী রফিকুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত