Ajker Patrika

ময়মনসিংহে ৩ লাখ ৮০ হাজার নকল বিড়ি জব্দ

প্রতিনিধি, ময়মনসিংহ
আপডেট : ১৩ জুলাই ২০২১, ১২: ৪৯
ময়মনসিংহে ৩ লাখ ৮০ হাজার নকল বিড়ি জব্দ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ৩ লাখ ৮০ হাজার নকল বিড়ি জব্দ করেছে র‍্যাব। এ সময় নকল বিড়ি বিক্রি করার অভিযোগে আব্দুস সাত্তার (৩৮) নামের একজনকে আটক করা হয়। গতকাল সোমবার বিকেলে গফরগাঁও উপজেলার পাগলা থানার দত্তের বাজারে এই অভিযান পরিচালনা করে র‍্যাব-১৪।

র‍্যাবের অভিযান সূত্রে জানা যায়, আব্দুস সাত্তার নামের এক ব্যবসায়ী গফরগাঁও উপজেলার পাগলা থানার দত্তের বাজারে নকল বিড়ি বিক্রির জন্য নিয়ে আসেন—এমন সংবাদ পেয়ে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার বিড়িসহ আব্দুস সাত্তারকে আটক করে।

পরে তাঁর দেখানো তথ্যের ভিত্তিতে ওই বাজারের ৯টি দোকানে অভিযান চালিয়ে আরও ১ লাখ ৭০ হাজার জনতা বিড়ি, দিলীপ বিড়ি, কৃষক বিড়ি উদ্ধার করা হয়।

এই অভিযান পরিচালনা করেন র‍্যাব-১৪ –এর সিনিয়র এএসপি বেলায়েত হোসেন এবং ডিএডি জাহাঙ্গীর আলমসহ র‍্যাবের সদস্যরা। অভিযান শেষে নকল বিড়ি বিক্রি করবেন না বলে অঙ্গীকার করলে আব্দুস সাত্তারকে ছেড়ে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত