Ajker Patrika

গফরগাঁওয়ে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১৯: ০৬
গফরগাঁওয়ে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহের গফরগাঁওয়ে আলাল উদ্দিন নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাতে উপজেলার সালটিয়া ইউনিয়নের জন্মেজয় গ্রামে। 

নিহত আলাল উদ্দিন পেশায় দিনমজুর ছিলেন। তাঁর বাড়ি উপজেলার যশরা ইউনিয়নের বখুরা গ্রামে। জন্মেজয় গ্রামে বিয়ে করে বসবাস করছিলেন। 

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার দিকে সাদ্দাম হোসেন ও রাসেল নামে দুই ব্যক্তি বাড়িতে এসে আলাল উদ্দিনকে (৫৫) ডাক দেন। এ সময় তাঁর স্ত্রী সুবলা খাতুন স্বামীর কাছে জানতে চান এত রাতে কারা এসেছেন। বাড়ির বাইরে ওই দুজনের সঙ্গে আলাল উদ্দিনের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হলে তাঁরা চলে যান। 

রাত ১২টার দিকে তাঁরা আবার আলাল উদ্দিনকে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে যায়। পরে চিৎকার শুনে সুবলা খাতুন ঘর থেকে বের হয়ে দেখেন ছুরি দিয়ে তাঁর স্বামীর পেটে ও ইট দিয়ে মাথায় আঘাত করছে কয়েকজন। এ সময় বাড়ির অন্য লোকজন এগ্রিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। 

গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেওয়ার পর ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে নিহতের বাড়ি গিয়েছি। লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় নিহতের পরিবার একটি অভিযোগ দায়ের করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত