Ajker Patrika

ভালুকায় বাসের ধাক্কায় অপর বাস খাদে, হেলপার নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 
ভালুকায় বাসের ধাক্কায় অপর বাস খাদে, হেলপার নিহত

ময়মনসিংহের ভালুকায় একটি বাসের ধাক্কায় অপর বাস খাদে পড়ার ঘটনা ঘটেছে। এতে বাসের হেলপার পলাশ চন্দ্র দাস (৩৩) নিহত ও ১০ যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার মেহেরাবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত পলাশ চন্দ্র দাস ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চক নারায়ণপুর গ্রামের কালিচরণ দাসের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত বাসের চালকের সহযোগী ছিলেন। 

ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, ‘বাসটি খাদে পড়ে বাসচালকের সহকারী নিহত ও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। নিহতের পরিবারের লোকজন এলে লাশ হস্তান্তর করা হবে।’ 

স্থানীয়রা জানান, আজ ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ী এলাকা অতিক্রম করার সময় ঢাকাগামী তানজিয়া পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয় এনা পরিবহনের দ্রুতগতির একটি বাস। এতে তানজিয়া পরিবহনের বাস মহাসড়ক থেকে ৩০ ফুট নিচে খাদে পড়ে যায়। 

খাদে পড়ে বাসের নিচে চাপা পড়ে এর হেলপার পলাশ চন্দ্র দাস ঘটনাস্থলেই মারা যান। এতে আরও ১০ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় মহাসড়কের ঢাকামুখী লেন ঘণ্টাখানেক বন্ধ রেখে রেকার দিয়ে বাস উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত