Ajker Patrika

গৌরীপুরে মাছ চাষে সফল উদ্যোক্তা যতীন্দ্র বর্মণ

আরিফ আহম্মেদ, গৌরীপুর (ময়মনসিংহ) 
আপডেট : ২১ আগস্ট ২০২২, ১৬: ০৪
গৌরীপুরে মাছ চাষে সফল উদ্যোক্তা যতীন্দ্র বর্মণ

‘পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি’ প্রবাদটির জ্বলন্ত উদাহরণ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার যতীন্দ্র বর্মণ (৬০)। শূন্য থেকে শুরু করে আজ একজন সফল উদ্যোক্তা তিনি। ঘাত-প্রতিঘাতের পথ পেরিয়ে একাধিকবার পেয়েছেন শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। মাছ চাষে বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে একবার এবং উপজেলা পর্যায়ে চারবার শ্রেষ্ঠ মাছচাষির পুরস্কার পেয়েছেন যতীন্দ্র বর্মণ। 

তবে এগিয়ে চলার পথটি মোটেই সহজ ছিল না পৌর শহরের বাগানবাড়ি মহল্লার মাছচাষি যতীন্দ্র বর্মণের জন্য। ১৯৯০ সালে পৌর শহরের সরকারপাড়ায় ৫০০ টাকা দিয়ে কচুরিপানায় ভরা একটি পুকুর ভাড়া নেন তিনি। সেই পুকুর একা পরিষ্কার করে মাছের চাষ শুরু করেন। মাছের রেণু থেকে পোনা উৎপাদন করে কাঁধে নিয়ে গ্রামে-গ্রামে বিক্রি করতে লাগলেন। পোনা মাছ বিক্রেতারাও তার কাছ থেকে পোনা কিনতে শুরু করেন। ‘ভাগ্যদেবী’ সুপ্রসন্ন হলেন। ধীরে ধীরে তিনি সাফল্যের মুখ দেখতে লাগলেন। 

পরে ২০০৫ সালে ভবানীপুর গ্রামে ২ একর ৩৭ শতক জমি কিনে চারটি পুকুর খনন করে গড়ে তোলেন ‘বর্মণ মৎস্য প্রজনন হ্যাচারি কেন্দ্র’। সেখানে আজ অর্ধশত শ্রমিক কাজ করছেন দিনরাত। বর্তমানে ২০টি পুকুর রয়েছে যতীন্দ্র বর্মণের। শত শত মানুষের কর্মসংস্থান হয়েছে বর্মণ মৎস্য হ্যাচারিকে কেন্দ্র করে।

কেবল মাছচাষি হিসেবেই নন, মূলধারার একজন গায়ক বলেও সর্বজনবিদিত তিনি। নিজেই রচনা করেন গান। নিজেই সুর দিয়ে গেয়ে শোনান সংগীতপ্রেমীদের আসরে। জীবনের কঠিন সংগ্রামেও নিজের সাধনাকে ভুলে যাননি। বরং যখনই কষ্ট পেয়েছেন, হতাশ হয়েছে, তখনই সংগীতের কাছে আশ্রয় নিয়েছেন। 

তাঁর কাছ থেকে জানা যায়, পেশায় মৎস্যজীবী হলেও যতীন্দ্র জীবন শুরু করেছিলেন গান দিয়ে। ১৯৭৫ সালে গৌরীপুর বাগানবাড়ির জমিদার রুহিনী কান্ত লাহিড়ী চৌধুরীকে তিনি গান গেয়ে শোনান। যতীন্দ্রের গানে জমিদারবাবু এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, তাঁর বাড়ির পাশেই যতীন্দ্রকে একখণ্ড জমি দেন বসবাসের জন্য। পরে জমিদার কলকাতায় চলে গেলে শুধু গান গেয়ে জীবন চালানো দায় হয়ে পড়ে যতীন্দ্রের। তিনি পিতা ধীরেন্দ্র বর্মণের সঙ্গে পারিবারিক পেশা মাছ ধরায় ফিরে যান। 

 

গৌরীপুরে মাছ চাষে সফল উদ্যোক্তা যতীন্দ্র বর্মণ

সাত ভাই-বোনের সংসারে লাগামহীন খরচের হাল ধরতে ১ হাজার ২০০ টাকা বেতনে চাকরি নেন এক হ্যাচারিতে। সেখানে মালিকের অমানবিক আচরণের শিকার হয়ে চাকরি থেকে ইস্তফা দেন। ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা করেন মনে মনে। একটি কনুই জাল সংগ্রহ করে তা দিয়ে মাছ ধরে বাজারে বিক্রি করা শুরু করেন। এভাবে তিনি কিছু টাকা সঞ্চয় করেন। 

প্রথমে ভাড়া করা পুকুরে মাছ চাষ শুরু করলেও আজ তিনি ২০টি পুকুরে মাছ চাষ করছেন। দিনরাত কাজ করে যাচ্ছেন যতীন্দ্র বর্মণ। স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে নিয়ে তাঁর সুখী সংসার। ছেলে বাবার সঙ্গে ব্যবসায় সময় দিচ্ছে। পড়াশোনার পাশাপাশি দুই মেয়ে স্থানীয় পর্যায়ে বাবার মতোই মানুষের মন জয় করেছে গানের ভুবনে। বিটিভিসহ বিভিন্ন গানের আসরে তারা পরিচিত মুখ। 

যতীন্দ্র বর্মণ তরুণ উদ্যোক্তাদের মাছ চাষের পেশায় আসার আহ্বান জানিয়ে বলেন, ‘ক্ষুধা ও দারিদ্র্যের সঙ্গে ছোটবেলা থেকেই যুদ্ধ করেছি। জীবনে কখনো অসৎ পথে উপার্জনের চিন্তা করিনি। আজও দিনরাত কাজ করছি। সঠিক নিয়মে এগিয়ে গেলে মাছ চাষে সাফল্য অর্জন সম্ভব।’ 

গৌরীপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মোফাজ্জল হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, জাতীয় মৎস্য সপ্তাহে গৌরীপুর উপজেলা পর্যায়ে বর্মণ মৎস্য হ্যাচারি শ্রেষ্ঠ হ্যাচারি হিসেবে পুরস্কৃত হয়েছে। বিশেষ করে গুণগত মানসম্পন্ন রেণু উৎপাদনে অপরিসীম অবদানের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়। যতীন্দ্র বর্মণ জেলা পর্যায়ে একবার এবং উপজেলা পর্যায়েও তিনবার শ্রেষ্ঠ হয়েছেন। 

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, বর্মণ মৎস্য প্রজনন কেন্দ্র হ্যাচারিটি পরিদর্শন করেছি। মানসম্মত মাছের রেণু উৎপাদনে এই হ্যাচারির বিশেষ অবদান রয়েছে গৌরীপুরে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

মতিঝিলে ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী

ঢামেক প্রতিবেদক
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশন এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে অর্পিতা মুখার্জি (২৪) নামে ইডেন কলেজের শিক্ষার্থী আহত হয়েছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

অর্পিতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহপাঠী প্রবিতা রায় ও ভুক্তভোগী নিজে জানান, ইডেন কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী তিনি। বর্তমানে আজিমপুরে সরকারি স্টাফ কোয়ার্টারে থাকেন। সকালে গ্রামের বাড়ি রংপুর যাওয়ার উদ্দেশ্যে রিকশা যোগে কমলাপুর স্টেশনে যাচ্ছিলেন। রিকশাটি মতিঝিল মেট্রোরেল রেলস্টেশনের নিচে এলে একটি সিএনজি চালিত অটোরিকশায় আসা ছিনতাইকারীরা তাঁর হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়েন অর্পিতা। গুরুতর আঘাত পান তিনি।

পরে সহপাঠীদের ফোনকল করে খবর দিলে তাঁরা অর্পিতাকে উদ্ধার করে প্রথমে আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁর কাছ থেকে ছিনতাইকারীরা কিছু নিতে পারেনি বলে জানান অর্পিতা।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মতিঝিলে ছিনতাইকারীর কবলে পড়া ওই শিক্ষার্থীকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

মাদকের টাকার জন্য মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমরসমান মাটিচাপা দিল প্রতিবেশীরা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
আজ সকালে মাদকাসক্ত যুবককে কোমরসমান মাটিতে পুঁতে রাখেন স্থানীয় বাসিন্দারা। ছবি: আজকের পত্রিকা
আজ সকালে মাদকাসক্ত যুবককে কোমরসমান মাটিতে পুঁতে রাখেন স্থানীয় বাসিন্দারা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে মাদকের টাকার জন্য মা-বাবাকে নির্যাতনের অভিযোগে এক মাদকাসক্ত যুবককে কোমরসমান মাটিতে পুঁতে রাখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের স্মার্ট গার্মেন্টস এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী যুবকের নাম মো. খলিলুর রহমান (২৫)। তিনি ওই গ্রামের মো. নূরউদ্দিনের ছেলে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, খলিলুর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।

স্থানীয় বাসিন্দা তোতা মিয়া বলেন, মাদকের টাকার জন্য খলিলুর প্রায়ই তাঁর বৃদ্ধ মা-বাবাকে মারধর করেন। শনিবার সকালে মাদক কেনার টাকার জন্য তিনি মায়ের ওপর চাপ সৃষ্টি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ইট দিয়ে মায়ের পা থেঁতলে দেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাঁকে আটক করে মাটি খুঁড়ে কোমরসমান চাপা দেন। পরে আবার উঠিয়ে দেওয়া হয়।

খলিলুরের মা খোদেজা বেগম বলেন, ‘মাদকের টাকার জন্য ছেলে সব সময় আমাকে মারধর করে। আজ সকাল সাড়ে ৮টার দিকে টাকা চাইলে দিতে না পারার কথা বলতেই ইট দিয়ে আমার পা থেঁতলে দেয়। এখন হাঁটতে পারছি না।’

খলিলুরের কাকি আকলিমা বলেন, ‘তার নির্যাতনে অতিষ্ঠ হয়ে ৯ মাসের শিশুপুত্রকে নিয়ে তার স্ত্রী বাবার বাড়ি চলে গেছে। এলাকাবাসীও তার আচরণে বিরক্ত।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, ঘটনাটি তাঁর নজরে এসেছে। পুলিশকে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা
দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক সাইদুল ইসলাম (৫৪) নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে সান্তাহার পৌর শহরের খাড়ির ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ইন্দইল এলাকা থেকে সাইদুল ইসলাম অটোরিকশায় করে তিন যাত্রী নিয়ে সান্তাহারের দিকে যাচ্ছিলেন। খাড়ির ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি দল চালকসহ চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক সাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

নিহত সাইদুল ইসলাম উপজেলার ইন্দইল গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। আহত ব্যক্তিরা হলেন সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের বেলাল মল্লিকের স্ত্রী রেনুকা খাতুন জ্যোৎস্না (৫৫), একই গ্রামের তয়েজ প্রামাণিকের স্ত্রী রোজিনা বেগম (৪৮) এবং নওগাঁ সদর উপজেলার আদম দুর্গাপুর গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে রাফি (১৯)।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুল মান্নান ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে চালক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি 
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৩: ০৬
অস্ত্রসহ গ্রেপ্তার যুবক। ছবি: আজকের পত্রিকা
অস্ত্রসহ গ্রেপ্তার যুবক। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনীতে অস্ত্র ও গুলিসহ মোশারফ হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের জোড়পুকুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোশারফ হোসেন উপজেলার জোড়পুকুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।

যৌথ বাহিনী জানায়, গাংনী উপজেলার জোড়পুকুর গ্রামে মেহেরপুর সেনাক্যাম্প ও র‍্যাব-১২-এর সদস্যরা মোশারফ হোসেনের বাড়ি তল্লাশি করে ভারতীয় একটি ওয়ান শুটার পিস্তল ও দুটি তাজা গুলি উদ্ধার করে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা (মাদক, অবৈধ অস্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ড) রয়েছে বলে যৌথ বাহিনীর বিবৃতিতে জানানো হয়। মোশারফ হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস আজকের পত্রিকাকে বলেন, অস্ত্রসহ মোশারফ গ্রেপ্তার হওয়ার ঘটনায় গাংনী থানায় মামলা হয়েছে। তাঁকে দুপুরে আদালতে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত