জামালপুর প্রতিনিধি
জামালপুর জেলা কারাগারের দুই কয়েদির মৃত্যু হয়েছে। জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাতে তাঁদের মৃত্যু হয়।
মৃতরা হলেন-মেলান্দহের কাংগালকুশা গ্রামের ইয়াকুব আলী। তিনি একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামি ছিলেন।
অন্যজন শাহিন হাওরাদার মাদারগঞ্জের কোয়ালিকান্দি গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় একটি এবং জামালপুর সদর থানায় মাদক আইনে দুটি মামলা ছিল। তিনি গত ২৯ অক্টোবর থেকে কারাগারে ছিলেন।
কারা কর্তৃপক্ষ জানিয়েছেন, গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাহিন হাওলাদার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিসাধীন অবস্থায় মারা যান তিনি। এরপর ভোর সাড়ে ৫টার দিকে ইয়াকুব আলী অসুস্থ হলে তাঁকেও জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
দুজনের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাতাহ বলেন, সাজাপ্রাপ্ত ইয়াকুব আলী যাবজ্জীবন সশ্রম সাজাপ্রাপ্ত একজন আসামি। তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে অসুস্থবোধ করলে কারাগারের চিকিৎসকের পরামর্শে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
অপরজন শাহিন হাওরাদার মাদক মামলায় কারাগারে ছিলেন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর তাঁর শ্বাসকষ্ট দেখা দেয়। তাঁকে তাৎক্ষনিক জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীনবস্থায় তাঁর মৃত্যু হয়।
জামালপুর জেলা কারাগারের দুই কয়েদির মৃত্যু হয়েছে। জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাতে তাঁদের মৃত্যু হয়।
মৃতরা হলেন-মেলান্দহের কাংগালকুশা গ্রামের ইয়াকুব আলী। তিনি একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামি ছিলেন।
অন্যজন শাহিন হাওরাদার মাদারগঞ্জের কোয়ালিকান্দি গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় একটি এবং জামালপুর সদর থানায় মাদক আইনে দুটি মামলা ছিল। তিনি গত ২৯ অক্টোবর থেকে কারাগারে ছিলেন।
কারা কর্তৃপক্ষ জানিয়েছেন, গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাহিন হাওলাদার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিসাধীন অবস্থায় মারা যান তিনি। এরপর ভোর সাড়ে ৫টার দিকে ইয়াকুব আলী অসুস্থ হলে তাঁকেও জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
দুজনের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাতাহ বলেন, সাজাপ্রাপ্ত ইয়াকুব আলী যাবজ্জীবন সশ্রম সাজাপ্রাপ্ত একজন আসামি। তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে অসুস্থবোধ করলে কারাগারের চিকিৎসকের পরামর্শে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
অপরজন শাহিন হাওরাদার মাদক মামলায় কারাগারে ছিলেন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর তাঁর শ্বাসকষ্ট দেখা দেয়। তাঁকে তাৎক্ষনিক জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীনবস্থায় তাঁর মৃত্যু হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবি শাখার সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার আজকের পত্রিকাকে বলেন, ‘আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট কেউ যদি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান, তাহলে তাঁর বিষয়টি বিশেষভাবে খতিয়ে দেখতে হবে। তাঁকে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে কি না, সেটি দেখতে হবে। এত তড়িঘড়ি করে নিয়োগ দিতে হবে কেন?’
১ মিনিট আগেমো. মজিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত বেতন-ভাতাদি পেলেও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন না। এমনকি বিশ্ববিদ্যালয় থেকে যানবাহন, টেলিফোন, মোবাইল ফোন ও সংবাদপত্রসংক্রান্ত কোনো সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন না।
৪ মিনিট আগেরাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় এক সেনাসদস্য নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগেবগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার রাত ৮টার দিকে শহরের মালতীনগর খন্দকারপাড়ায় এ ঘটনা ঘটে। বনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফজলে এলাহী এ তথ্য নিশ্চিত করেছেন।
১৭ মিনিট আগে