Ajker Patrika

সাংবাদিক রানার মুক্তির দাবিতে নান্দাইলে মানববন্ধন ও প্রতিবাদ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২৪, ১৪: ৩২
সাংবাদিক রানার মুক্তির দাবিতে নান্দাইলে মানববন্ধন ও প্রতিবাদ

শেরপুরের নকলা উপজেলা দেশ রূপান্তর পত্রিকার সংবাদদাতা সাংবাদিক শফিউজ্জামান রানাকে মিথ্যা অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড প্রদানের প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। আজ মঙ্গলবার বেলা ১১টায় ময়মনসিংহের নান্দাইলে উপজেলা পরিষদের সামনে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের ওপর বঙ্গবন্ধু চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ সময় বক্তারা একজন সাংবাদিককে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদানের তীব্র নিন্দা জ্ঞাপন করে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন। বক্তারা ক্ষমতার অপব্যবহার করে সাংবাদিককে সাজা প্রদানকারী উপজেলা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিকভাবে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। 

এতে বক্তব্য রাখেন প্রেসক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ, সাধারণ সম্পাদক শামছ-ই-তাবরীজ রায়হান, আহসান কাদের মাহমুদ, কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি রবিউল আলম ফরাজি, প্রথম আলো পত্রিকার প্রতিনিধি বাবু রমেশ কুমার পার্থ, মানবজমিন প্রতিনিধি রফিকুল ইসলাম খোকন, সাংবাদিক অরবিন্দ পাল অখিল, দেশ রূপান্তরের প্রতিনিধি মো. আবু হানিফ সরকার, ঢাকা প্রতিদিনের প্রতিনিধি সাংবাদিক রফিকুল ইসলাম মোড়ল, আমার সংবাদ প্রতিনিধি শাহজাহান ফকির, সংবাদ প্রতিদিনের প্রতিনিধি রমজান আলীসহ সাংবাদিকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত