Ajker Patrika

নিখোঁজ চালকের লাশ মিলল ডোবায়, পাওয়া যায়নি ইজিবাইক

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১৫: ৩৭
নিখোঁজ চালকের লাশ মিলল ডোবায়, পাওয়া যায়নি ইজিবাইক

ময়মনসিংহের নান্দাইলে নিখোঁজ ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মুশুল্লী কাউয়ারগাতি এলাকার ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত মো. আঞ্জুরুল হক (৪০) উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের চান্দুরা গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে। তিনি ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মো. আঞ্জুরুল হক গত শুক্রবার জুমার নামাজ আদায় করে বেলা ৩টার দিকে ইজিবাইক নিয়ে বের হয়ে নিখোঁজ হন। নিখোঁজের পর থেকে পরিবারের লোকজন বিভিন্ন এলাকায় খোঁজ-খবর করে সন্ধান পায়নি। গতকাল শনিবার আঞ্জুরুল হকের পরিবার নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পুলিশ তাঁর ব্যবহৃত মোবাইল ফোনের সূত্র ধরে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জানতে পারে উপজেলার মুশুল্লী এলাকায় তাঁর মোবাইল ফোনটি রয়েছে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে তাঁর খোঁজ পায়নি। 

ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীতআজ রোববার দুপুরে মুশুল্লী এলাকায় মহাসড়কের পাশে একটি ডোবায় মরদেহ ভাসছে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় মরদেহের পাশে একটি মোবাইল ফোন পাওয়া যায়। 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, নিখোঁজ ইজিবাইক চালকের পরিবারের জিডির মাধ্যমে গত রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। সকালের দিকে মরদেহ পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তদের শনাক্ত ও ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত