Ajker Patrika

দরজার বাইরে মা-শাশুড়ি, ভেতরে ৯ মাসের অন্তঃসত্ত্বা নারীর আত্মহত্যা

ময়মনসিংহ প্রতিনিধি
দরজার বাইরে মা-শাশুড়ি, ভেতরে ৯ মাসের অন্তঃসত্ত্বা নারীর আত্মহত্যা

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে শাহনাজ আক্তার শিপু (১৯) নামে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার কাহালগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। 

মৃত শাহনাজ আক্তার শিপু ওই এলাকার জাহিদ হাসানের স্ত্রী। 

স্থানীয়দের বরাত দিয়ে ফুলবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) হানিফ মিয়া বলেন, সকালের দিকে জাহিদ মিয়ার সঙ্গে স্ত্রী শাহনাজ আক্তার শিপুর কথা-কাটাকাটি হয়। জাহিদ হাসানের পরিবারের লোকজন ঘরের বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় শাহনাজ আক্তার শিপু হঠাৎ ঘরের দরজা বন্ধ করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। শাহনাজ আক্তারের মা তাদের বাড়িতে আসলে সবাই দরজা খোলার জন্য ডাকাডাকি করেন। এ সময় অনেক ডাকাডাকি পরও কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। 

এসআই হানিফ মিয়া আরও বলেন, ওই নারী যেহেতু ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাই, তাঁর পেটের বাচ্চা জীবিত আছে কিনা জানতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। তবে, কর্তব্যরত চিকিৎসক পেটের বাচ্চাটিকেও মৃত বলে ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্ত করার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত