Ajker Patrika

বাজার করতে বেরিয়ে নিখোঁজ সাবেক ইউপি সদস্য, লাশ মিলল যমুনায়

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি 
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৩: ৩৪
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদী থেকে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৩০ নভেম্বর) দুপুরে সাপধরী ইউনিয়নের প্রজাপতি গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল হাই (৬০) ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তিনি ইউনিয়ন বিএনপির একজন সক্রিয় সদস্য এবং এক সময় সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছিলেন।

শশারিয়াবাড়ী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে তিনি। আব্দুল হাইয়ের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ৯টার দিকে মলমগঞ্জ বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। আজ শনিবার সকাল ১০টার দিকে যমুনা নদীতে মাছ ধরতে যাওয়া মাঝিরা তাঁর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, আব্দুল হাইয়ের গলায় মাফলার পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যার পর তাঁর লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পাথর্শী ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু বলেন, ‘আব্দুল হাই তিন মেয়াদে ইউপি সদস্য ছিলেন। তাঁর এভাবে মৃত্যুর ঘটনায় আমরা শোকাহত।’

ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু বলেন, ‘আব্দুল হাই বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তাঁর মৃত্যুর সঠিক কারণ উদ্‌ঘাটন করা জরুরি। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত