প্রতিনিধি
নান্দাইল (ময়মনসিংহ): করোনা প্রতিরোধে ১ থেকে ৭ জুলাই পর্যন্ত সারা দেশে সর্বাত্মক লকডাউন চলছে। ময়মনসিংহের নান্দাইলেও চলছে লকডাউন। লকডাউন বাস্তবায়নে নান্দাইল উপজেলা প্রশাসন বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে মাঠে অবস্থান করছে। উপজেলার বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে সেনাবাহিনীর টহলও চোখে পড়েছে।
ময়মনসিংহ জেলা প্রশাসকের নির্দেশে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুরের নেতৃত্বে ব্যাপক কর্মতৎপরতা চালিয়েছে। এ তৎপরতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুল হকও উপস্থিত ছিলেন। ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আকন্দ ও নান্দাইল হাইওয়ে থানার (ওসি) মো. মাসুদ খান।
উপজেলার বিভিন্ন বাজারে সরেজমিনে দেখা যায়, দোকানপাট বন্ধ রয়েছে। লকডাউনের কারণে ফাঁকা রাস্তায় মানুষের সীমিত চলাচল ছিল। উপজেলার বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য টহল দিচ্ছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। দোকানপাট খোলা রাখা ও অপ্রয়োজনীয় চলাফেরার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার ৯ জনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুল হক জানান, সকাল থেকে উপজেলা প্রশাসন লকডাউন বাস্তবায়নে প্রশাসন মাঠে কাজ করছে। স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। বিধিনিষেধ না মানলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। লকডাউন বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুর সবাইকে নিয়মিত মাস্ক ব্যবহার করার জন্য বলেন। প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে না যাওয়ার জন্যও তিনি বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
নান্দাইল (ময়মনসিংহ): করোনা প্রতিরোধে ১ থেকে ৭ জুলাই পর্যন্ত সারা দেশে সর্বাত্মক লকডাউন চলছে। ময়মনসিংহের নান্দাইলেও চলছে লকডাউন। লকডাউন বাস্তবায়নে নান্দাইল উপজেলা প্রশাসন বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে মাঠে অবস্থান করছে। উপজেলার বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে সেনাবাহিনীর টহলও চোখে পড়েছে।
ময়মনসিংহ জেলা প্রশাসকের নির্দেশে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুরের নেতৃত্বে ব্যাপক কর্মতৎপরতা চালিয়েছে। এ তৎপরতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুল হকও উপস্থিত ছিলেন। ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আকন্দ ও নান্দাইল হাইওয়ে থানার (ওসি) মো. মাসুদ খান।
উপজেলার বিভিন্ন বাজারে সরেজমিনে দেখা যায়, দোকানপাট বন্ধ রয়েছে। লকডাউনের কারণে ফাঁকা রাস্তায় মানুষের সীমিত চলাচল ছিল। উপজেলার বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য টহল দিচ্ছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। দোকানপাট খোলা রাখা ও অপ্রয়োজনীয় চলাফেরার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার ৯ জনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুল হক জানান, সকাল থেকে উপজেলা প্রশাসন লকডাউন বাস্তবায়নে প্রশাসন মাঠে কাজ করছে। স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। বিধিনিষেধ না মানলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। লকডাউন বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুর সবাইকে নিয়মিত মাস্ক ব্যবহার করার জন্য বলেন। প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে না যাওয়ার জন্যও তিনি বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
রাজধানীতে চেতনানাশক ওষুধ মেশানো মিষ্টি খাইয়ে অটোরিকশা চুরির ঘটনায় জড়িত অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য বলে জানা গেছে।
১১ মিনিট আগেধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘মাজারে কিছু হামলা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে রিপোর্ট আছে। আমি আন্তমন্ত্রণালয় আইনশৃঙ্খলা কমিটির সদস্য। এগুলো নিয়ে প্রতি মাসেই আমাদের মধ্যে আলোচনা হয়। আমরা মাজার এবং মসজিদ কর্তৃপক্ষকে অনুরোধ করব, আপনারা সিসি ক্যামেরা বসান। কোনো দুর্বৃত্ত যদি
১১ মিনিট আগেমাদারীপুরে চোর সন্দেহে তিন ব্যক্তিকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। এ সময় একজনের দুই চোখ উপড়ে ফেলার চেষ্টা করা হয়। এতে তাঁর চোখ দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ রোববার দুপুরে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। অপর দুজনকে পুলিশ আটক করেছে।
১৫ মিনিট আগেকক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবনিয়ার সেগুনবাগিচা গ্রামে এ ঘটনা ঘটে। হত্যায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।
২১ মিনিট আগে