Ajker Patrika

গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১১: ১৯
গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ফারুক মিয়া (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, গতকাল রাত ৯টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের সময় ওই ব্যক্তি রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহত ফারুকের বাবা শাহজাহান মিয়া জানান, তাঁর ছেলে পেশায় একজন রিকশাচালক। তিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ষোলহাসিয়া গ্রামে পরিবার নিয়ে বসবাস করতেন। 

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের অভিভাবক ও স্থানীয়দের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই ফারুক মিয়ার মরদেহ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত