Ajker Patrika

কারাগারে থেকেও হুমকি: শিশুসন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় স্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১১ মে ২০২৫, ১৮: ২৮
অভিযুক্ত মনিরুজ্জামান নাবিল
অভিযুক্ত মনিরুজ্জামান নাবিল

যৌতুক ও নারী নির্যাতনের মামলায় কারাগারে থাকা ফায়ার সার্ভিসের সদস্য মনিরুজ্জামান নাবিল তাঁর স্ত্রীর ওপর পরিবারের সদস্যদের মাধ্যমে মামলা তুলে নেওয়ার জন্য নিয়মিত হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ৫ মাসের শিশুপুত্রকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন নির্যাতিত স্ত্রী সুমাইয়া আক্তার। এ বিষয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েও কোনো ফল পাননি সুমাইয়া।

ভুক্তভোগী সুমাইয়া আক্তার জানান, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বিরাশি গ্রামের রুহুল আমীনের মেয়ে তিনি। ২০২২ সালে সুমাইয়াকে একই উপজেলার কলাকান্দা গ্রামের মজিবুর রহমানের ছেলে মনিরুজ্জামান বিয়ে করেন। তিনি সিদ্দিকবাজার ফায়ার স্টেশনে কর্মরত। বিয়ের সময় মোটা অঙ্কের যৌতুক দিয়েছিলেন সুমাইয়ার বাবা। পরে আরও ৫ লাখ টাকা দাবি করেন স্বামী মনির। এ নিয়ে চলতে থাকে মানসিক ও শারীরিক নির্যাতন।

নির্যাতনের মাত্রা বাড়তে থাকায় ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি মুক্তাগাছা থানায় মনিরুজ্জামানের বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের মামলা করেন সুমাইয়া। পরে ওই দিনই পুলিশ মনিরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে ময়মনসিংহ কারাগারে পাঠায়।

সুমাইয়া বলেন, ‘কারাগারে থেকেও স্বজনদের মাধ্যমে আমাকে মামলা তুলে নিতে নিয়মিত হুমকি দিচ্ছে মনির। আমি এখন ৫ মাসের সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় আছি।’

সুমাইয়া জানান, গত ২৩ ফেব্রুয়ারি বিষয়টি লিখিতভাবে ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালকের মাধ্যমে মহাপরিচালকের কাছে অভিযোগ আকারে উপস্থাপন করা হয়, কিন্তু তাতে কোনো প্রতিকার মিলছে না।

এ বিষয়ে জানতে অভিযুক্ত মনিরুজ্জামানের বাবা মজিবুর রহমানের মোবাইল ফোনে কয়েকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মাসুদ সরদার বলেন, তাঁকে হুমকি দিলে আইনগত ব্যবস্থা নিতে থানায় সাধারণ ডায়েরি করতে পারেন। অন্যথায় কোনো ব্যক্তির মাধ্যমে মহাপরিচালকের কাছে অভিযোগ না পাঠিয়ে ডাকযোগে সরাসরি পাঠাতে পারেন। তাহলে ভুক্তভোগী প্রতিকার পাবেন বলে আশা করি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত