Ajker Patrika

শেরপুরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৩

নকলা (শেরপুর) প্রতিনিধি
শেরপুরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৩

শেরপুরের নকলায় পৃথক অভিযানে ২০টি ইয়াবা ও ৩৫০ গ্রাম গাঁজাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে নকলা ইউনিয়নের শিববাড়ি বাজার ও চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা ঘাটপাড় থেকে তাঁদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন শিববাড়ি এলাকার বিল্লাল হোসেন (৪৫), নারায়খোলা ঘাটপাড় এলাকার সেলিম ওরফে কাইল্যা (৪০) এবং টালকী ইউনিয়নের পাঁচকাহনীয়া মধ্যপাড়া এলাকার মোজাম্মেল হক ওরফে কালাচাঁন (৪০)।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিববাড়ি বাজারে অভিযান চালিয়ে বিল্লালকে আটক করা হয়। পরে তাঁর দেহে তল্লাশি করে ২০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। এ ছাড়া নারায়ণখোলা ঘাটপাড়ে অভিযান চালিয়ে সেলিম ও তাঁর সহযোগি মোজাম্মেলকে আটক করা হয়। তাঁদের দেহে তল্লাশি করে সেলিমের কাছ থেকে ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে নকলা থানায় মামলা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত