Ajker Patrika

বীর মুক্তিযোদ্ধা মতিন হত্যা মামলায় ৬ জনের ফাঁসি

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১৮: ২৫
Thumbnail image

ময়মনসিংহের ত্রিশালে বীর মুক্তিযোদ্ধা মতিন মাস্টার হত্যা মামলায় ছয়জনের ফাঁসি এবং দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয়জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুজনকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন আদালত।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা আলী এ রায় ঘোষণা করেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ত্রিশালের মোবারক, তোফাজ্জল হোসেন, রুবেল মিয়া, সেলিম, সোহাগ ও ইদ্রিস আলী। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন মোফাজ্জল হোসেন রুবেল ও দুলাল মিয়া।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) পিযুষ কান্তি সরকার বলেন, রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত