Ajker Patrika

চেয়ারম্যান প্রার্থীর লিফলেট বিতরণে গিয়ে কিশোর খুন: অভিযুক্তদের ধরতে ২৪ ঘণ্টার আলটিমেটাম 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ০১ জুন ২০২৪, ২০: ৫৫
Thumbnail image

ময়মনসিংহের নান্দাইলে চেয়ারম্যান প্রার্থীর লিফলেট বিতরণ করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত মো. মুরাদ হাসান ভূঁইয়ার হত্যাকারীদের ধরতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে জানাজা শেষে ফেরার পথে লাশ নিয়ে বিক্ষোভ সমাবেশে এই আলটিমেটাম দেয় জনতা। 

এদিকে জানাজা শেষে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে লাশ কাঁধে নিয়ে মিছিল করে জনতা। মিছিলটি নান্দাইল নরসুন্দা ব্রিজে গেলে লাশ সড়কে রেখে ১৫ মিনিট অবরোধ করে উত্তেজিত জনতা। এতে মহাসড়কে যানজট তৈরি হয়। 

মিছিলে হাজারো জনতা ‘মুরাদ হাসান ভূঁইয়ার হত্যাকারীদের বিচার ও সন্ত্রাসমুক্ত নান্দাইল চাই’ বলে স্লোগানে দিতে থাকেন। এর আগে, চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে মুরাদ হাসানের অনুষ্ঠিত জানাজায় বক্তব্য দেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া, সিরাজুল ইসলাম ভূঁইয়া, উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম শাহান, এমদাদুল হক ভূঁইয়া ও নাজিম উদ্দিন লিটন। 

বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে মুরাদ হাসান হত্যার সঙ্গে জড়িত সব আসামিদের ধরতে দাবি জানান। অন্যথায় তার পরিবারসহ এলাকাবাসীকে সঙ্গে নিয়ে হরতাল, অবরোধের মতো কর্মসূচি দিতে বাধ্য থাকবে বলে জানানো হয়। 

মুরাদ হাসানের জানাজা শেষে বাড়ি ফেরার পথে মিছিল করা হয়গতকাল শুক্রবার রাত ৯টার দিকে নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক ভূঁইয়ার নির্বাচনী লিফলেট বিতরণ করতে যান মুরাদ হাসানসহ কয়েকটি কিশোর। পৌরসভার চণ্ডীপাশা বর্মণপাড়ায় লিফলেট বিতরণ করে আসার পথে সরকারি চণ্ডীপাশা উচ্চবিদ্যালয়ের মাঠে দুর্বৃত্তরা পথরোধ করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে মুরাদ হাসান মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজে (মমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সুমন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় কোনো অভিযোগ পাইনি। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। আসামিদের আটকে চেষ্টা অব্যাহত আছে।’ 

লাশ নিয়ে মিছিলের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘জানাজা শেষে লাশ বাড়িতে নিয়ে যাওয়ার সময় তারা স্লোগান দিতে দিতে চলে যায়। তখন আমাদের কিছু করার ছিল না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত