Ajker Patrika

গোপনে নারীর গোসলের ভিডিও করে চাঁদা দাবি, ৪ তরুণ কারাগারে 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ২১: ১২
গোপনে নারীর গোসলের ভিডিও করে চাঁদা দাবি, ৪ তরুণ কারাগারে 

জামালপুরের সরিষাবাড়ীতে গোপনে নারীর গোসলের ভিডিও করে চাঁদা দাবির অভিযোগে চার তরুণকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ রোববার আদালতে তাঁদের হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গতকাল শনিবার উপজেলার দাসেরবাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোহাগ মিয়া (১৯), রুকুনুল ইসলাম (২৩), সাহেদুল ইসলাম (২২) ও সৌরভ হোসেন (১৮)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় উপজেলার সাতপোয়া গ্রামে গোপনে এক প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণ করে ওই চার তরুণ। পরে ভুক্তভোগী কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তাঁরা। এ ঘটনায় ভুক্তভোগী গতকাল রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দেন। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে তাঁদের আটক করে। 

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘নারীর গোসলের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় চার তরুণকে আটক করা হয়েছে। আজ রোববার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত