Ajker Patrika

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
Thumbnail image

ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় মাহমুদুল হাসান রিপন নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চামটায় এ ঘটনা ঘটে। 

নিহত কলেজছাত্র নান্দাইল পৌরসভার কাকচর গ্রামের আব্দুল সামাদের ছেলে। তিনি স্থানীয় সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। 

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আজ (শুক্রবার) বিকেলের দিকে মাহমুদুল হাসান রিপন (১৮) বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। বিকেল ৫টার দিকে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কের চামটায় একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মারাত্মক আহত হন রিপন। এ সময় তার বন্ধুরা পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়। 

নিহতের চাচাতো ভাই মাসুদ রানা মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। সে পরিবারের সবার ছোট ছেলে।’ 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘মৃত্যুর সংবাদটি শুনেছি। ছেলেটি বিকেলে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত