Ajker Patrika

মসিকে অফিস করছেন কর্মকর্তা-কর্মচারীরা, জনপ্রতিনিধিদের প্রবেশ ঠেকাতে বিএনপির পাহারা 

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১৪: ৩০
মসিকে অফিস করছেন কর্মকর্তা-কর্মচারীরা, জনপ্রতিনিধিদের প্রবেশ ঠেকাতে বিএনপির পাহারা 

ময়মনসিংহ সিটি করপোরেশনে (মসিক) তালা ঝুলিয়ে দেওয়ার এক দিন পর অফিস করতে শুরু করেছেন কর্মকর্তা ও কর্মচারীরা। তবে কার্যালয়ে গত মার্চের নির্বাচনে জয়ী জনপ্রতিনিধিদের প্রবেশ ঠেকাতে পাহারা দিচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা। গতকাল সোমবার সকাল ১০টার দিকে সরেজমিনে মসিক কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায় এই চিত্র। 

মেয়র-কাউন্সিলরদের প্রবেশ ঠেকাতে কার্যালয়ের সামনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা অবস্থান নিয়েছেন। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহসাংগঠনিক (ময়মনসিংহ বিভাগ) সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মহানগর বিএনপির সদস‍্য রতন আকন্দ, উত্তর জেলা বিএনপির সদস‍্য কামরুজ্জামান লিটন, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টিটু, সহসভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম উজ্জ্বল, দক্ষিণ জেলা ছাত্রদল সভাপতি মাহাবুবুর রহমান রানা।

এ সময় ওয়াহাব আকন্দ ওয়াহিদ মসিকের প্রধান নির্বাহী ইউসুফ আলীকে মোবাইল ফোনে আশ্বস্ত করে কর্মকর্তা ও কর্মচারীদের অফিস করতে বলেন।   

তবে বেলা সোয়া ১১টা পর্যন্ত কিছুসংখ্যক কর্মকর্তা ও কর্মচারী অফিসে প্রবেশ করলেও খোলা হয়নি কার্যালয়ের বেশির ভাগ কক্ষ। 

নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মচারী জানান, ভয় ও আতঙ্কে অনেকেই এখনো অফিসে আসেননি। তবে মেয়র ও কাউন্সিলরদের ছাড়া আর কাউকে অফিসে আসতে বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির নেতারা। 

এ বিষয়ে জানতে চাইলে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, বিনা ভোটের বিতর্কিত নির্বাচনে জয়ী যেসব জনপ্রতিনিধি কোটাবিরোধী আন্দোলনের সময় সাগর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের অফিস করতে দেওয়া হবে না। তবে কর্মকর্তা ও কর্মচারীদের কাজে কোনো বাধা নেই। 

তিনি আরও বলেন, অবিলম্বে শহীদ সাগর হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর বিচার নিশ্চিত করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত