Ajker Patrika

আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে এক বন্ধু নিহত, অপরজন আহত 

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
Thumbnail image

ময়মনসিংহের গফরগাঁওয়ে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শামীম (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় পৌরসভার ষোলহাসিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সাজ্জাদ নামে আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

নিহত শামীম পৌর শহরের ষোলহাসিয়া গ্রামের হামিদুলের ছেলে। আহত সাজ্জাদ একই এলাকার শামছুল হকের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় আর্জেন্টিনা সমর্থক দুই বন্ধু শামীম ও সাজ্জাদ পৌর শহরের ষোলহাসিয়া চাঁন মসজিদ এলাকায় পতাকা টাঙাতে মই দিয়ে বিদ্যুতের খুঁটিতে ওঠেন। এ সময় পতাকা বাঁধা বাঁশটি কাচা থাকায় তাঁরা দুজন বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যান। ঘটনার পর পরই তাঁদের উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনেরা। পরে তাঁদের অবস্থার অবনতি হলে মমেক হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে রাত ৯টার দিকে শামীম মারা যান। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মৌসুমি আক্তার বলেন, আশঙ্কাজনক অবস্থায় আহত দুজনকে মমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। 

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, গতকাল সন্ধ্যায় পৌর এলাকায় পতাকা টাঙাতে গিয়ে দুই যুবক বিদ্যুতায়িত হন। রাতে মমেক হাসপাতালে একজন মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত