Ajker Patrika

ময়মনসিংহে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১১: ০৭
ময়মনসিংহে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭ মাদক ব্যবসায়ীসহ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৫১০ ইয়াবা, ৬৮টি নেশাজাতীয় ইনজেকশন, ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন মো. সাদ্দাম হোসেন, মো. শান্ত, ফারুক (৩২), ফারুক মিয়া, সবুজ মিয়া (২২), আতিকুল ইসলাম (২৪), টুটুল আহম্মেদ (৪৯), ব্রজ গোপাল দাস (৫২), মো. নুরুল ইসলাম (৪৫), মো. শাহ আলম (৩৬), মো. অলিউল্লাহ (৩০), আল আমিন (২৫), মো. সোহেল মিয়া (৩০), মো. আক্তারুজ্জামান খান (৪০), ইকবাল হোসেন (৪০), মো. আওলাদ হোসেন ওরফে খোকন (৫৩), মঞ্জুরুল আনোয়ার পাঠান (৪১) এবং অপর দুজনের নাম জানা যায়নি। 

গত মঙ্গলবার বিকেলে কোতোয়ালী মডেল থানার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ৭ মাদক ব্যবসায়ী, পাসপোর্ট মামলায় ৪ জন, গ্রেপ্তারি পরোয়ানায় সাজাপ্রাপ্ত ও পলাতক ৬ জন, চুরি ও অন্যান্য মামলায় ২ জনসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত