Ajker Patrika

ময়মনসিংহে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি
ভালুকায় অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ২। ছবি: সংগৃহীত
ভালুকায় অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ২। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় সিএনজিচালিত অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক যাত্রী। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোয়ারী ভাওয়ালিয়া বাজু বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ভালুকা-গফরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন উপজেলার চান্দারাটি নদীর পাড় এলাকার আব্দুল ওয়াদুদের ছেলে মনির হোসেন (৪০) এবং সাতেঙ্গা এলাকার আব্দুল হাইয়ের ছেলে মো. হামিদ (৩০)। আহত অটোরিকশাচালক উপজেলার ধলিয়া এলাকার আহমদ মিয়ার ছেলে মো. শাহজালাল (৪০)।

স্থানীয়রা জানায়, ভালুকাগামী একটি যাত্রীবাহী অটোরিকশা ভালুকা-গফরগাঁও সড়কের গোয়ারী ভাওয়ালিয়া বাজু বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামীর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই মনির নামের অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা হামিদকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশাচালক প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

ভালুকা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আতিকুর রহমান বলেন, অটোরিকশা-ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই একজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরেকজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরেক যাত্রী আহত হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র কুন্ড আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত