Ajker Patrika

নান্দাইলে বস্তাবন্দী অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নান্দাইলে বস্তাবন্দী অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ময়মনসিংহের নান্দাইলে বস্তাবন্দী এক (২৫) নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের ভেকুয়া বিলের খাদ থেকে লাশটি উদ্ধার করে। তবে লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার সকালের দিকে খবর পেয়ে বিলের খাদ থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ বিমর্ষ পরিচয় জানা যায়নি।’

জানা গেছে, রোববার সকালে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের রামজীবনপুর ভেকুয়া বিলের খাদে স্থানীয়রা মাছ ধরতে গিয়ে বস্তাবন্দী লাশটি দেখতে পান। খবরটি জানাজানি হলে আশপাশের লোকজন ভিড় জমান। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশটি বিমর্ষ থাকায় পরিচয় জানা যায়নি। স্থানীয়দের ধারণা, ওই নারীকে হত্যা করে লাশ বস্তাবন্দী করে ফেলে গেছে দুর্বৃত্তরা।’

শাহ্ আলম নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘বিলের খাদে লাশ পাওয়া গেছে খবর শুনি গিয়ে দেখি বস্তাবন্দী অবস্থা। মরদেহ দেখে বোঝা যায় ৩-৪ দিন আগে মেয়েটিকে মেরে রেখে গেছে। শরীরের পচন ধরে গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত