Ajker Patrika

ঈশ্বরগঞ্জে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়ায় সড়ক অবরোধ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ৪১
Thumbnail image

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবৈধভাবে পরিচালিত মেসার্স এ গনি ব্রিকস নামের একটি ইটভাটায় অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। পরে ওই ইটভাটাকে এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। আজ সোমবার সকালে পরিবেশ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক আব্দুল্লাহ আল মনসুর।

এদিকে ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার পর ইটভাটার শ্রমিক ও এলাকাবাসী মিলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা সড়কের ওপর বাঁশ-কাঠে আগুন ধরিয়ে দিলে ৩০ মিনিটের মতো যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাব্বির আহমেদ আকুঞ্জি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।

ইটভাটা গুঁড়িয়ে দেওয়ায় সড়ক অবরোধএ বিষয়ে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক আব্দুল্লাহ আল মনসুর আজকের পত্রিকাকে বলেন, সরকারের ১০০ দিনের পরিকল্পনা মোতাবেক অবৈধ ইটভাটাগুলোকে আইনের আওতায় আনার কার্যক্রম চালু হয়েছে। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি অনুমোদনহীন ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানার পাশাপাশি তা গুঁড়িয়ে দেওয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত