Ajker Patrika

গজারিয়ায় আগুনে ফল ব্যবসায়ীর বসতঘর পুড়ে ছাই

গজারিয়া প্রতিনিধি 
গজারিয়া উপজেলায় ভবেরচর ইউনিয়নের কলেজ রোড এলাকার চকের বাড়িতে অগ্নিকাণ্ডে এক ফল ব্যবসায়ীর ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ছবি: আজকের পত্রিকা
গজারিয়া উপজেলায় ভবেরচর ইউনিয়নের কলেজ রোড এলাকার চকের বাড়িতে অগ্নিকাণ্ডে এক ফল ব্যবসায়ীর ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অগ্নিকাণ্ডে এক ফল ব্যবসায়ীর ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৩ জুন) রাত সাড়ে ১০টা থেকে পৌনে ১১টার মধ্যে ভবের চর ইউনিয়নের কলেজ রোড এলাকার চকের বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যক্তি ভবের চর বাসস্ট্যান্ড এলাকার ফল বিক্রেতা আজহার মিয়া। আগুনে তাঁর একমাত্র বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। ঘরের আসবাবপত্র, আলমারি, ফ্রিজ, স্বর্ণালংকার ও নগদ টাকা—সবই ভস্মীভূত হয়। এতে প্রায় ১৩-১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তাঁর মেয়ে চাঁদনী আক্তার।

চাঁদনী জানান, ‘ঘরে বিদ্যুৎ বা গ্যাসের কোনো সংযোগ ছিল না। বাবা-মা সেদিন রাতে আমার বাসায় ছিলেন। হঠাৎ খবর পাই, ঘরে আগুন লেগেছে। গিয়ে দেখি সব পুড়ে ছাই।’

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মো. রিফাত মল্লিক বলেন, সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে না পারলেও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ জানান, অগ্নিকাণ্ডের বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...