হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে বিকট শব্দ করে বাইক রেসে বের হয় তরুণেরা। ভয়ানক স্পিড সঙ্গে বিকট শব্দ পথচারীদের মনে সৃষ্টি করে আতঙ্ক। হেলমেট ছাড়াই বেপরোয়া বাইকারেরা পুরো এলাকা দাপিয়ে বেড়াচ্ছে। যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। এমন আতঙ্ক নিয়ে চলছেন এই এলাকার মানুষ।
স্থানীয়রা জানান, মানিকগঞ্জের হরিরামপুর-বলড়া সড়ক, হরিরামপুর-ঝিটকা-মানিকগঞ্জ সড়কে সকাল বিকেল দুই বেলা চোখে পড়বে বেপরোয়া বাইকারদের। এর আগে হরিরামপুরের পাটগ্রাম স্কুল মাঠে পাশে সড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাইকার মারা গেছেন। বাইক চালকের অনেক বেশি গতি থাকায় নিয়ন্ত্রণ করতে পারেননি চালক। এ ছাড়া রিকশা চালক, পথচারীদের ধাক্কা দেওয়া, নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেওয়ার ঘটনাও ঘটছে নিয়মিত।
হরিরামপুর শ্যামল নিসর্গ পরিবেশ সংগঠনের সিনিয়র সহসভাপতি পলাশ সূত্রধর বলেন, বেপরোয়া বাইকারদের কারণে রাস্তায় বের হওয়া যায় না। বেপরোয়া চালকেদর বেশির ভাগই তরুণ।
হরিরামপুর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ বলেন, বেপরোয়া বাইকাররা নিজে দুর্ঘটনার স্বীকার হওয়ার পাশাপাশি পথচারীদেরকেও আহত করছেন। দুদিন আগে রিকশা চালক সমিতির সভাপতিকেও ধাক্কা দিয়ে গুরুতর আহত করেছে। গুরুতর আহত অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ ছাড়া ঝিটকা গোয়ালবাগ এলাকায় কয়েকজন বাইকার দুর্ঘটনায় নিহতও হয়েছেন। উপজেলা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।
হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দু-এক দিনের মধ্যে অভিযান পরিচালনা করে দ্রুত গতিতে চালানো বাইকারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দ্রুত গতিতে চালানো বাইকারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট (এআরআই) বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় গড়ে ২৫ হাজার মানুষের মৃত্যু হয়। এআরআই আরও বলছে, সড়ক দুর্ঘটনার সংখ্যা দিন দিন বাড়ছে। যেমন ২০২০ সালে মোটরসাইকেল দুর্ঘটনার হার ছিল সাড়ে ২২ শতাংশ। ২০২১ সালে তা বেড়ে দাঁড়ায় ২৩ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে ২০২০ সালে পথচারী মৃত্যুর হার ছিল ২৯ দশমিক ৯। ২০২১ সালে তা বেড়ে দাঁড়ায় ৩০ দশমিক ৬ শতাংশ। সামগ্রিক বিবেচনায় আগের বছরের তুলনায় ২০২১ সালে সড়ক দুর্ঘটনা ৫ শতাংশ বেড়েছে।
মানিকগঞ্জের হরিরামপুরে বিকট শব্দ করে বাইক রেসে বের হয় তরুণেরা। ভয়ানক স্পিড সঙ্গে বিকট শব্দ পথচারীদের মনে সৃষ্টি করে আতঙ্ক। হেলমেট ছাড়াই বেপরোয়া বাইকারেরা পুরো এলাকা দাপিয়ে বেড়াচ্ছে। যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। এমন আতঙ্ক নিয়ে চলছেন এই এলাকার মানুষ।
স্থানীয়রা জানান, মানিকগঞ্জের হরিরামপুর-বলড়া সড়ক, হরিরামপুর-ঝিটকা-মানিকগঞ্জ সড়কে সকাল বিকেল দুই বেলা চোখে পড়বে বেপরোয়া বাইকারদের। এর আগে হরিরামপুরের পাটগ্রাম স্কুল মাঠে পাশে সড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাইকার মারা গেছেন। বাইক চালকের অনেক বেশি গতি থাকায় নিয়ন্ত্রণ করতে পারেননি চালক। এ ছাড়া রিকশা চালক, পথচারীদের ধাক্কা দেওয়া, নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেওয়ার ঘটনাও ঘটছে নিয়মিত।
হরিরামপুর শ্যামল নিসর্গ পরিবেশ সংগঠনের সিনিয়র সহসভাপতি পলাশ সূত্রধর বলেন, বেপরোয়া বাইকারদের কারণে রাস্তায় বের হওয়া যায় না। বেপরোয়া চালকেদর বেশির ভাগই তরুণ।
হরিরামপুর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ বলেন, বেপরোয়া বাইকাররা নিজে দুর্ঘটনার স্বীকার হওয়ার পাশাপাশি পথচারীদেরকেও আহত করছেন। দুদিন আগে রিকশা চালক সমিতির সভাপতিকেও ধাক্কা দিয়ে গুরুতর আহত করেছে। গুরুতর আহত অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ ছাড়া ঝিটকা গোয়ালবাগ এলাকায় কয়েকজন বাইকার দুর্ঘটনায় নিহতও হয়েছেন। উপজেলা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।
হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দু-এক দিনের মধ্যে অভিযান পরিচালনা করে দ্রুত গতিতে চালানো বাইকারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দ্রুত গতিতে চালানো বাইকারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট (এআরআই) বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় গড়ে ২৫ হাজার মানুষের মৃত্যু হয়। এআরআই আরও বলছে, সড়ক দুর্ঘটনার সংখ্যা দিন দিন বাড়ছে। যেমন ২০২০ সালে মোটরসাইকেল দুর্ঘটনার হার ছিল সাড়ে ২২ শতাংশ। ২০২১ সালে তা বেড়ে দাঁড়ায় ২৩ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে ২০২০ সালে পথচারী মৃত্যুর হার ছিল ২৯ দশমিক ৯। ২০২১ সালে তা বেড়ে দাঁড়ায় ৩০ দশমিক ৬ শতাংশ। সামগ্রিক বিবেচনায় আগের বছরের তুলনায় ২০২১ সালে সড়ক দুর্ঘটনা ৫ শতাংশ বেড়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনের মরদেহ কুমিল্লার হোমনা উপজেলার কৃষ্ণপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ সোমবার মাগরিবের পর দ্বিতীয় জানাজা শেষে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে করে জুবায়েদের মরদেহ গ্রামের বাড়ি কৃষ্ণপুরে নিয়ে...
১০ মিনিট আগেঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সড়কের পাশে যুবদলের স্থাপিত একটি তোরণ ভেঙে পড়েছে বিআরটিসির যাত্রীবাহী বাসের সামনে। এতে মুহূর্তেই যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কদমতলী গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগেসিরাজগঞ্জের সলঙ্গায় নবজাতক চুরির দায়ে আলপনা খাতুন নামের এক নারীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৩ মিনিট আগেগণতন্ত্রে বিশ্বাসীরা কখনো অন্য দলের রাজনীতি নিষিদ্ধের কথা বলতে পারে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ সোমবার সাতক্ষীরার তালা ফুটবল মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।
৩২ মিনিট আগে