মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের দৌলতপুরের আবু জাফর (৩০) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসানের বিরুদ্ধে। এ ব্যাপারে গতকাল সোমবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন নিহতের ভাই সালাউদ্দিন ঠান্ডু।
নিহত আবু জাফর দৌলতপুরে বাঁচামারা ইউনিয়নের বাঁচামারা এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি স্থানীয় বাঁচামারা বাজারে মুদি মাল, বিকাশ ও ফ্রিজের দোকান করতেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৬ জুলাই করোনাকালীন সময়ে সন্ধ্যায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলার বাঁচামারা বাজারে আনসার সদস্যদের সঙ্গে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান।
এ সময় মুদি মাল, বিকাশ ও ফ্রিজ ব্যবসায়ী আবু জাফরের দোকান খোলা পায় এবং তাকে ১৫ হাজার টাকা জরিমানা করে। এসময় তাদের দুজনের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে ইউএনও ক্ষিপ্ত হয়ে আনসার সদস্যের কাছ থেকে বন্দুক নিয়ে আবু জাফরকে বেধড়ক পেটাতে থাকে। আবু জাফরের আত্ম চিৎকারে তাঁর বড় ভাই সালাউদ্দিন ঠান্ডু এগিয়ে আসলে প্রকাশ্যে তাকেও মারধর করে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় উপজেলা নির্বাহী অফিসার।
এ ঘটনার পর আবু জাফর গুরুতর আহত হয়ে দীর্ঘ ৯ মাস ১৬ দিন পর গত ১৬ মে ২০২২ তারিখে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে মারা যান।
নিহতের ভাই সালাউদ্দিন ঠান্ডু জানান, উপজেলা নির্বাহী অফিসারের ভয়ে এত দিন অভিযোগ করতে পারি নাই। কিন্তু ভাই মারা যাওয়ার পর ছোট ভাতিজা ও ভাতিজির কথা ভেবে এবং আমার বাবা-মা নিহত জাফরের জন্য কান্না কাটি করায় বাধ্য হয়ে ভাইয়ের বিচারের জন্য অভিযোগ করছি।
তিনি আরও জানান, ওই নির্যাতনের কারণে আমার ঘাড়ের হাড় ভেঙে গেছে, আমি পঙ্গু হয়ে গেছি। আমি ইউএনও বিচার চাই।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরুল হাসান কোনো মন্তব্য করতে রাজি হননি।
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, লিখিত অভিযোগের পর তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত রিপোর্টে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
এদিকে গত সাত দিন আগে দৌলতপুরের ইউএনও ইমরুল হাসান সরকারিভাবে অন্যত্র বদলি হলেও এখনো নিজ কর্মস্থলে আছে। আগামী কয়েক দিনের মধ্যে তিনি বদলি জনিত কারণে মানিকগঞ্জ থেকে অন্যত্র চলে যাবেন।
মানিকগঞ্জের দৌলতপুরের আবু জাফর (৩০) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসানের বিরুদ্ধে। এ ব্যাপারে গতকাল সোমবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন নিহতের ভাই সালাউদ্দিন ঠান্ডু।
নিহত আবু জাফর দৌলতপুরে বাঁচামারা ইউনিয়নের বাঁচামারা এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি স্থানীয় বাঁচামারা বাজারে মুদি মাল, বিকাশ ও ফ্রিজের দোকান করতেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৬ জুলাই করোনাকালীন সময়ে সন্ধ্যায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলার বাঁচামারা বাজারে আনসার সদস্যদের সঙ্গে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান।
এ সময় মুদি মাল, বিকাশ ও ফ্রিজ ব্যবসায়ী আবু জাফরের দোকান খোলা পায় এবং তাকে ১৫ হাজার টাকা জরিমানা করে। এসময় তাদের দুজনের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে ইউএনও ক্ষিপ্ত হয়ে আনসার সদস্যের কাছ থেকে বন্দুক নিয়ে আবু জাফরকে বেধড়ক পেটাতে থাকে। আবু জাফরের আত্ম চিৎকারে তাঁর বড় ভাই সালাউদ্দিন ঠান্ডু এগিয়ে আসলে প্রকাশ্যে তাকেও মারধর করে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় উপজেলা নির্বাহী অফিসার।
এ ঘটনার পর আবু জাফর গুরুতর আহত হয়ে দীর্ঘ ৯ মাস ১৬ দিন পর গত ১৬ মে ২০২২ তারিখে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে মারা যান।
নিহতের ভাই সালাউদ্দিন ঠান্ডু জানান, উপজেলা নির্বাহী অফিসারের ভয়ে এত দিন অভিযোগ করতে পারি নাই। কিন্তু ভাই মারা যাওয়ার পর ছোট ভাতিজা ও ভাতিজির কথা ভেবে এবং আমার বাবা-মা নিহত জাফরের জন্য কান্না কাটি করায় বাধ্য হয়ে ভাইয়ের বিচারের জন্য অভিযোগ করছি।
তিনি আরও জানান, ওই নির্যাতনের কারণে আমার ঘাড়ের হাড় ভেঙে গেছে, আমি পঙ্গু হয়ে গেছি। আমি ইউএনও বিচার চাই।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরুল হাসান কোনো মন্তব্য করতে রাজি হননি।
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, লিখিত অভিযোগের পর তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত রিপোর্টে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
এদিকে গত সাত দিন আগে দৌলতপুরের ইউএনও ইমরুল হাসান সরকারিভাবে অন্যত্র বদলি হলেও এখনো নিজ কর্মস্থলে আছে। আগামী কয়েক দিনের মধ্যে তিনি বদলি জনিত কারণে মানিকগঞ্জ থেকে অন্যত্র চলে যাবেন।
বরেন্দ্র অঞ্চলে দিন দিন পানিসংকট বাড়ছেই। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ২৭টি ইউনিয়ন অতি সংকটাপন্ন এলাকা হয়ে পড়েছে। এ সংকট মোকাবিলায় সুনির্দিষ্ট কিছু পরিকল্পনার পাশাপাশি জনসচেতনতার বিকল্প নেই। প্রশিক্ষণ দরকার স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের।
৭ মিনিট আগেমুন্সিগঞ্জের শ্রীনগরে পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং ও সার্ভার শাখায় তালা ঝুলিয়েছেন আন্দোলনকারী কর্মচারীরা। এ সময় প্রায় আধা ঘণ্টা ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) খন্দকার মাহমুদুল হাসানকে অবরুদ্ধ করে রাখা হয়। আজ বুধবার সকালে জেলার শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকার পল্লী বিদ্যুৎ অফিসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে
২০ মিনিট আগেকোচিং সেন্টারে ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় মোস্তাফিজুর রহমান নামের এক শিক্ষককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাছুদ পারভেজ এ রায় ঘোষণা করেন।
২৯ মিনিট আগেবছর তিনেক আগে মাছ ধরার সময় প্রায় ১২ থেকে ১৪ কেজির ওজনের একটি রুই মাছ তাঁর কান বরাবর আঘাত করে। এরপর পুকুরে পানিতেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে অন্য জেলেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেন। প্রচণ্ড আঘাতে কবিরুল এখন কানে কম শোনেন। এর পর থেকে কবিরুল ক্রিকেট হেলমেট ছাড়া পুকুরে নামেন না।
৩৬ মিনিট আগে