Ajker Patrika

ব্যবসায়ীর দাড়ি টেনে মারধর, অভিযুক্ত সেই ব্যক্তি আটক

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 
ডিবির হাতে আটক নাসিম ভূঁইয়া। ছবি: আজকের পত্রিকা
ডিবির হাতে আটক নাসিম ভূঁইয়া। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের ঘিওরে ‘মানিক কম্পিউটার’-এর স্বত্বাধিকারীকে দাড়ি ধরে টানাটানির ঘটনায় করা মামলায় একমাত্র আসামি নাসিম ভূঁইয়াকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৭ জুন)  দুপুরের দিকে আটকের তথ্য নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার  ইমতিয়াজ মাহমুদ। এর আগে আজ সকালে ঢাকা জেলার আশুলিয়ার নিশ্চিন্তপুর থেকে তাঁকে আটক করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

আটক নাসিম ভূঁইয়া ঘিওর উপজেলা সদর ইউনিয়নের মোশাররফ হোসেন ওরফে বাচ্চু ভূঁইয়ার ছেলে। তিনি ঘিওর বাজারের টিন ব্যবসায়ী।

উল্লেখ্য, গত সোমবার (২৩ জুন) সন্ধ্যায় ঘিওর উপজেলা সদরের মানিক কম্পিউটারের স্বত্বাধিকারী আলী আজম মানিকের সঙ্গে নাসিম ভূঁইয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নাসিম ভূঁইয়া আলী আজম মানিকের দাড়ি ধরে টানাটানিসহ মারধর করেন। 

ভুক্তভোগী মানিক এ ঘটনার পরদিন গত মঙ্গলবার ঘিওর থানায় একটি লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের পর থেকে নাসিম ভূঁইয়া পলাতক ছিলেন।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে ঢাকা জেলার আশুলিয়া থেকে আটক করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববাজারে সোনা বিক্রির হিড়িক, ৫ বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন

বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করবে: আমীর খসরু

নির্বাচনের আগে প্রশাসনে রদবদল তাঁর তত্ত্বাবধানেই, যোগ্যদেরকে ডিসি নিয়োগ— বিএনপিকে প্রধান উপদেষ্টা

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত আজীবন নিষিদ্ধ

গাজার যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে—আশঙ্কা ট্রাম্প প্রশাসনের

এলাকার খবর
Loading...