সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবিদ হাসান আবেদের ওপর কয়েক যুবক হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত রবিবার (৮ জুন) রাতে উপজেলার লেছড়াগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এ বিষয়ে গতকাল সোমবার রাতে হরিরামপুর থানায় লিখিত অভিযোগ জমা দেন ভুক্তভোগী সাংবাদিক। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান। এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল বিকালে বলড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বাবুকে বহিষ্কার করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত ৮টার দিকে লেছড়াগঞ্জ বাজারে মোবাইল সার্ভিসিং দোকানের সামনে চা পান করছিলেন সাংবাদিক আবেদ। ওই সময় বলড়া ও পিপুলিয়া এলাকা থেকে একদল যুবক সেখানে উপস্থিত হন। এদের মধ্যে রেজাউল করিম বাবু (২৫), নাজমুল (২৮), অমিত (২২) ও অনিক (২২) নামের কয়েকজন তাঁকে অকথ্য ভাষায় গালাগাল এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। হামলার সময় সাংবাদিক আবেদকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলাকারীরা নিজেদের ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা হিসেবে পরিচয় দেন। হামলা ঠেকাতে গেলে শাকিল মোল্লা (৩৪) নামের এক ব্যক্তি আহত হন।
এদিকে এই হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বলড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বাবুকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক শোয়েব হোসেন শানের সই করা এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
সাংবাদিক আবিদ হাসানের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্যসচিব মো. শাহানুর ইসলাম, সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন, সদস্যসচিব সুজন মোল্লা, হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহিদুল ইসলাম মাহিসহ জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরা। তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।
মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবিদ হাসান আবেদের ওপর কয়েক যুবক হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত রবিবার (৮ জুন) রাতে উপজেলার লেছড়াগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এ বিষয়ে গতকাল সোমবার রাতে হরিরামপুর থানায় লিখিত অভিযোগ জমা দেন ভুক্তভোগী সাংবাদিক। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান। এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল বিকালে বলড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বাবুকে বহিষ্কার করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত ৮টার দিকে লেছড়াগঞ্জ বাজারে মোবাইল সার্ভিসিং দোকানের সামনে চা পান করছিলেন সাংবাদিক আবেদ। ওই সময় বলড়া ও পিপুলিয়া এলাকা থেকে একদল যুবক সেখানে উপস্থিত হন। এদের মধ্যে রেজাউল করিম বাবু (২৫), নাজমুল (২৮), অমিত (২২) ও অনিক (২২) নামের কয়েকজন তাঁকে অকথ্য ভাষায় গালাগাল এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। হামলার সময় সাংবাদিক আবেদকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলাকারীরা নিজেদের ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা হিসেবে পরিচয় দেন। হামলা ঠেকাতে গেলে শাকিল মোল্লা (৩৪) নামের এক ব্যক্তি আহত হন।
এদিকে এই হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বলড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বাবুকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক শোয়েব হোসেন শানের সই করা এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
সাংবাদিক আবিদ হাসানের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্যসচিব মো. শাহানুর ইসলাম, সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন, সদস্যসচিব সুজন মোল্লা, হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহিদুল ইসলাম মাহিসহ জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরা। তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে আজ দুপুরে লাগা ভয়াবহ আগুনে শত শত টন আমদানি করা পণ্যের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।
১৮ মিনিট আগেসিরাজগঞ্জের উল্লাপাড়ার একটি ডোবার কচুরিপানার নিচ থেকে মানুষের তিনটি হাড় উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রামকৃষ্ণপুর ইউনিয়নের চকনিহাল এলাকা থেকে হাড়গুলো উদ্ধার করা হয়। সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে
২১ মিনিট আগেদিনাজপুরের ফুলবাড়ীতে ২৩ দিন পর সাব্বির হোসেন সবুজ (২৫) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। হত্যার পর মরদেহ তিন টুকরো করে লুকিয়ে রাখেন সবুজের বাড়ির কাজের লোক আব্দুর হামেদ। আজ শনিবার সকালে ফুলবাড়ী থানা চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মো. মারুফাত হুসাইন এ তথ্য জানান।
২৭ মিনিট আগেঈদগাহ মাঠ নিয়ে দুই গ্রামের দ্বন্দ্বের জেরে ১৫ দিন ধরে বন্ধ রয়েছে স্থানীয় একটি বাজারের অন্তত ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান। এতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। তাঁদের অনেকে ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে পড়েছেন বিপাকে। পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বন্যাগাড়ি গ্রামের ভুক্তভোগী ২০ জন ব্যবসায়ী
৩৬ মিনিট আগে