হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে স্বর্ণালংকারসহ শত বছরের পুরোনো কষ্টি পাথরের মূর্তি চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বলড়া ইউনিয়নের বলড়া গ্রামের শ্রী শ্রী রাধারমণ জিউর মন্দিরে এ চুরির ঘটনা ঘটে।
হরিরামপুর থানা ওসি মুহাম্মদ মুমিন খান আজকের পত্রিকাকে চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্দিরের পুরোহিত ও সেবায়েতরা জানান, আজ বুধবার সকালে মন্দিরের মূল দরজা খুলে ভেতরে থাকা মূর্তিগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন পুরোহিত মহাদেব চক্রবর্তী। তিনি পরে মন্দিরের সেবায়েত গোপাল সাহাসহ অন্যান্যদের জানান।
পুরোহিত মহাদেব চক্রবর্তী বলেন, গতকাল মঙ্গলবার রাত ১টা পর্যন্ত মন্দিরের ভেতরে ছিলেন। পরে তিনি ঘুমিয়ে যান। সকালে মূল দরজা খুলে মন্দিরের ভেতরে থাকা মূর্তিগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে দেখতে পান। মন্দিরের বামদিকের দরজার লক ভেঙে ৪ ভরি ওজনের রুপার নূপুর, স্বর্ণালংকারের মধ্যে ৩টি টিপ, ২টি মূর্তির চোখ-নাক-মুখ ও স্বর্ণের ১ জোড়া খড়ম (মূল্য ৪ লাখ) টাকা এবং শত বছরের পুরোনো কষ্টি পাথরেরও মূর্তি চুরি হয়েছে বলে জানান তিনি।
মন্দিরের সেবায়েত গোপাল সাহা বলেন, মন্দিরের নিরাপত্তার স্বার্থে ১০টি সিসি ক্যামেরা থাকলেও গত দেড়-দুই মাস ধরে সিসিটিভি নষ্ট থাকায় সেগুলো মেরামতে দেওয়া হয়েছে। তাদের তীর্থপাঠে এমন দুর্ধর্ষ চুরির ঘটনাই প্রথম। চুরির ঘটনায় মন্দিরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুমিন খান বলেন, মন্দিরে চুরির ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আজ বুধবার মন্দিরের পুরোহিত ও সেবায়েতরা পার্শবর্তী জঙ্গলে খোঁজাখুঁজির এক পর্যায়ে কষ্টি পাথরের মূর্তিটি পেয়েছেন বলে জানা গেছে।
মানিকগঞ্জের হরিরামপুরে স্বর্ণালংকারসহ শত বছরের পুরোনো কষ্টি পাথরের মূর্তি চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বলড়া ইউনিয়নের বলড়া গ্রামের শ্রী শ্রী রাধারমণ জিউর মন্দিরে এ চুরির ঘটনা ঘটে।
হরিরামপুর থানা ওসি মুহাম্মদ মুমিন খান আজকের পত্রিকাকে চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্দিরের পুরোহিত ও সেবায়েতরা জানান, আজ বুধবার সকালে মন্দিরের মূল দরজা খুলে ভেতরে থাকা মূর্তিগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন পুরোহিত মহাদেব চক্রবর্তী। তিনি পরে মন্দিরের সেবায়েত গোপাল সাহাসহ অন্যান্যদের জানান।
পুরোহিত মহাদেব চক্রবর্তী বলেন, গতকাল মঙ্গলবার রাত ১টা পর্যন্ত মন্দিরের ভেতরে ছিলেন। পরে তিনি ঘুমিয়ে যান। সকালে মূল দরজা খুলে মন্দিরের ভেতরে থাকা মূর্তিগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে দেখতে পান। মন্দিরের বামদিকের দরজার লক ভেঙে ৪ ভরি ওজনের রুপার নূপুর, স্বর্ণালংকারের মধ্যে ৩টি টিপ, ২টি মূর্তির চোখ-নাক-মুখ ও স্বর্ণের ১ জোড়া খড়ম (মূল্য ৪ লাখ) টাকা এবং শত বছরের পুরোনো কষ্টি পাথরেরও মূর্তি চুরি হয়েছে বলে জানান তিনি।
মন্দিরের সেবায়েত গোপাল সাহা বলেন, মন্দিরের নিরাপত্তার স্বার্থে ১০টি সিসি ক্যামেরা থাকলেও গত দেড়-দুই মাস ধরে সিসিটিভি নষ্ট থাকায় সেগুলো মেরামতে দেওয়া হয়েছে। তাদের তীর্থপাঠে এমন দুর্ধর্ষ চুরির ঘটনাই প্রথম। চুরির ঘটনায় মন্দিরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুমিন খান বলেন, মন্দিরে চুরির ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আজ বুধবার মন্দিরের পুরোহিত ও সেবায়েতরা পার্শবর্তী জঙ্গলে খোঁজাখুঁজির এক পর্যায়ে কষ্টি পাথরের মূর্তিটি পেয়েছেন বলে জানা গেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে আজ দুপুরে লাগা ভয়াবহ আগুনে শত শত টন আমদানি করা পণ্যের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।
২১ মিনিট আগেসিরাজগঞ্জের উল্লাপাড়ার একটি ডোবার কচুরিপানার নিচ থেকে মানুষের তিনটি হাড় উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রামকৃষ্ণপুর ইউনিয়নের চকনিহাল এলাকা থেকে হাড়গুলো উদ্ধার করা হয়। সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে
২৪ মিনিট আগেদিনাজপুরের ফুলবাড়ীতে ২৩ দিন পর সাব্বির হোসেন সবুজ (২৫) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। হত্যার পর মরদেহ তিন টুকরো করে লুকিয়ে রাখেন সবুজের বাড়ির কাজের লোক আব্দুর হামেদ। আজ শনিবার সকালে ফুলবাড়ী থানা চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মো. মারুফাত হুসাইন এ তথ্য জানান।
৩০ মিনিট আগেঈদগাহ মাঠ নিয়ে দুই গ্রামের দ্বন্দ্বের জেরে ১৫ দিন ধরে বন্ধ রয়েছে স্থানীয় একটি বাজারের অন্তত ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান। এতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। তাঁদের অনেকে ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে পড়েছেন বিপাকে। পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বন্যাগাড়ি গ্রামের ভুক্তভোগী ২০ জন ব্যবসায়ী
৩৯ মিনিট আগে