Ajker Patrika

নিখোঁজের দুদিন পর পদ্মা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
নিখোঁজের দুদিন পর পদ্মা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের হরিরামপুরে নিখোঁজের দুদিন পর পদ্মা নদী থেকে হারুন মোল্লা (৫০) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার শোয়াখাড়া এলাকার পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

ফরিদপুর নৌ-পুলিশের ইনচার্জ ইদ্রিস আলী জেলের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

মৃত হারুন মোল্লা উপজেলার আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা এলাকার জালাল মোল্লার ছেলে। 

আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা পদ্মা নদীর শোয়াখাড়া এলাকায় ভাসমান মরদেহটি দেখতে পায়। পরে পরিবারের লোকজনসহ স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে বলে ফরিদপুর নৌ পুলিশের ইনচার্জ ইদ্রিস আলী নিশ্চিত করেছেন।

আজিম নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিল্লাল হোসেন বলেন, গত রোববার বিকেলে নদীতে একা মাছ ধরতে গিয়ে পরে যান হারুন। তাঁর স্ত্রীও নদীর পারে কাজ করছিল। তখন তিনিও হারুন মোল্লাকে নদীতে মাছ ধরতে দেখেছেন। পরে বিকেল ৫টার দিকে থেকে নিখোঁজ হন। গত দুদিন নদীতে অনেক খোঁজাখুঁজি করলেও মরদেহ পাওয়া যায়নি। আজ সকালে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন। 

ফরিদপুর নৌ-পুলিশের ইনচার্জ ইদ্রিস আলী বলেন, দুদিন আগে নিখোঁজ ব্যক্তির মরদেহ আজ স্থানীয়রা উদ্ধার করেছেন। তিনি স্ট্রোক করে নদীতে পরে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত আখতারুজ্জামান

হাদির অবস্থা আশঙ্কাজনক, মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ফুসফুসেও আঘাত: মেডিকেল বোর্ড

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অবিলম্বে চালু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ