ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আজ ২৫ মে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী। কবির জন্মবার্ষিকী উপলক্ষে কবিপত্নী প্রমীলার জন্মভিটা মানিকগঞ্জের শিবালয়ের তেওতা জমিদারবাড়ির আঙিনায় নানা অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও কবি নজরুল-প্রমীলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ। এর মধ্যে রয়েছে কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, কাওয়ালি সন্ধ্যা ও বিশেষ নাটক ‘দামাল ছেলে নজরুল’।
এসব অনুষ্ঠান ঘিরে আজ রোববার তেওতা জমিদারবাড়ির আঙিনা মুখরিত হয়ে উঠবে কবি, সাহিত্যিক, শিল্পী ও কবিপ্রেমীদের পদচারণায়। এমনটাই আশা প্রকাশ করেছেন স্থানীয় নজরুলভক্তরা।
তেওতা জমিদারবাড়ির পাশেই জাতীয় কবি নজরুল ইসলামের পত্নী প্রমীলার জন্মভিটা। তেওতার জমিদার কিরণ শংকর রায় চৌধুরীর আমন্ত্রণে কবি নজরুল একাধিকবার বেড়াতে এসেছিলেন তেওতার এই বাড়িতে।
বিপ্লবী চেতনার অধিকারী কিরণ শংকর রায় চৌধুরী রাজনৈতিক কারণে ও বলিষ্ঠ লেখনীর মাধ্যমে পরিচিত পাওয়া কবি নজরুলকে খুব স্নেহ ও ভালোবাসতেন। কবিপত্নী প্রমীলার পিতা বসন্ত কুমার সেনগুপ্ত এই জমিদারের অধীনে চাকরি করতেন।
পিতার অকালমৃত্যুতে মাতা বিধবা গিরিবালাকে সঙ্গে নিয়ে কুমিল্লার কান্দিরপাড়া বড় কাকা জগৎ কুমার সেনগুপ্তর বাড়িতে আশ্রয় নেন প্রমীলা। তাঁর কনিষ্ঠ কাকা ইন্দ্রকুমার সেনগুপ্ত কুমিল্লা কোর্ট ইনস্পেক্টর পদে নিয়োজিত ছিলেন। ইন্দ্রকুমারের পুত্র বিরেন্দ্র কুমার সেনগুপ্তর সঙ্গে কবি নজরুলের গভীর ঘনিষ্ঠতা ও বন্ধুত্ব ছিল। সেই সূত্রেই নজরুলের সঙ্গে প্রমীলার পরিচয়।
জমিদারের আমন্ত্রণে শিবালয়ের তেওতায় বেড়াতে এসে কবি গান, কবিতা, ছড়াসহ বহু সাহিত্য রচনা করেন। নজরুলের লেখা ‘ছোট হিটলার’ কবিতায় পুত্র সব্যসাচি (ডাকনাম সানি) ও পুত্র অনিরুদ্ধের (নিনি) জবানিতে তেওতায় ‘ওদের মামার বাড়ি’ এমনটাই উল্লেখ করেছেন। এ ছাড়া তিনি অনেক কালজয়ী কবিতা, জনপ্রিয় গান, ছড়া, হামদ-নাত ও সাহিত্য রচনা করেছেন তেওতার এই গাছে বসে।
জানা যায়, ২০০৮ সালে নজরুল-প্রমীলার স্মৃতিবিজড়িত তেওতা জমিদারবাড়ি ঘিরে স্থানীয় নজরুলভক্তরা সাংগঠনিক তৎপরতা শুরু করেন। ‘নজরুল-প্রমীলা ইনস্টিটিউট’ নামে প্রথম সংগঠনের জন্ম হয়। এ ছাড়া তেওতা নজরুল-প্রমীলা সাংস্কৃতিক গোষ্ঠী, শিবালয় নজরুল-প্রমীলা সাহিত্য পরিষদ, তেওতা জমিদারবাড়ি কেন্দ্রীয় পাঠাগার, নজরুল পরিষদ, কবি নজরুল-প্রমীলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদসহ বিভিন্ন সংগঠন তেওতায় নানা কর্মসূচি পালন করে আসছে।
ইতিপূর্বে কবিপরিবারের সদস্য, নাতি-নাতনি, পুত্রবধূসহ ভারতের বিভিন্ন কবি-সাহিত্যিক, শিল্পীরাও তেওতায় এই জমিদারবাড়িতে আসেন। ২০১৫ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে নজরুল ইনস্টিটিউট তেওতা জমিদারবাড়ি আঙিনায় জাতীয় নজরুল সম্মেলনের আয়োজন করেন।
এই সম্মেলন ঘিরে গণ্যমান্য ব্যক্তিবর্গ তেওতা জমিদারবাড়ির প্রায় ১০ একর এলাকায় নজরুলচর্চা কেন্দ্র, স্মৃতি জাদুঘর, রেস্ট হাউস নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব ও প্রতিশ্রুতি ব্যক্ত করায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই জমিদারবাড়ির দখল বুঝে নিয়ে নানা সংস্কারকাজ শুরু করেন। জমিদারবাড়ির কাচারি মাঠে বহুতলবিশিষ্ট নবরত্নসহ উত্তর অংশে সংস্কার হলেও বর্তমানে জমিদারবাড়ির বাকি অংশ ধ্বংসের মুখে পড়েছে।
স্থানীয় একাধিক নজরুল সংগঠক ও ভক্তরা কবি নজরুলের স্মৃতিবিজড়িত এই জমিদারবাড়িকে রক্ষণাবেক্ষণের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন জানান, জাতীয় কবি নজরুলের স্মৃতিধন্য ও কবিপত্নীর জন্মভিটা তেওতায় কবির ১২৬তম জন্মবার্ষিকী পালনে আয়োজিত অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আজ বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান, কাওয়ালি সন্ধ্যাসহ রাতে মঞ্চস্থ হবে বিশেষ নাটক ‘দামাল ছেলে নজরুল’। এতে ঢাকার জেনেসিস নামক একটি সংগঠনের স্বনামধন্য শিল্পীরা অংশ নেবেন বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
আজ ২৫ মে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী। কবির জন্মবার্ষিকী উপলক্ষে কবিপত্নী প্রমীলার জন্মভিটা মানিকগঞ্জের শিবালয়ের তেওতা জমিদারবাড়ির আঙিনায় নানা অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও কবি নজরুল-প্রমীলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ। এর মধ্যে রয়েছে কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, কাওয়ালি সন্ধ্যা ও বিশেষ নাটক ‘দামাল ছেলে নজরুল’।
এসব অনুষ্ঠান ঘিরে আজ রোববার তেওতা জমিদারবাড়ির আঙিনা মুখরিত হয়ে উঠবে কবি, সাহিত্যিক, শিল্পী ও কবিপ্রেমীদের পদচারণায়। এমনটাই আশা প্রকাশ করেছেন স্থানীয় নজরুলভক্তরা।
তেওতা জমিদারবাড়ির পাশেই জাতীয় কবি নজরুল ইসলামের পত্নী প্রমীলার জন্মভিটা। তেওতার জমিদার কিরণ শংকর রায় চৌধুরীর আমন্ত্রণে কবি নজরুল একাধিকবার বেড়াতে এসেছিলেন তেওতার এই বাড়িতে।
বিপ্লবী চেতনার অধিকারী কিরণ শংকর রায় চৌধুরী রাজনৈতিক কারণে ও বলিষ্ঠ লেখনীর মাধ্যমে পরিচিত পাওয়া কবি নজরুলকে খুব স্নেহ ও ভালোবাসতেন। কবিপত্নী প্রমীলার পিতা বসন্ত কুমার সেনগুপ্ত এই জমিদারের অধীনে চাকরি করতেন।
পিতার অকালমৃত্যুতে মাতা বিধবা গিরিবালাকে সঙ্গে নিয়ে কুমিল্লার কান্দিরপাড়া বড় কাকা জগৎ কুমার সেনগুপ্তর বাড়িতে আশ্রয় নেন প্রমীলা। তাঁর কনিষ্ঠ কাকা ইন্দ্রকুমার সেনগুপ্ত কুমিল্লা কোর্ট ইনস্পেক্টর পদে নিয়োজিত ছিলেন। ইন্দ্রকুমারের পুত্র বিরেন্দ্র কুমার সেনগুপ্তর সঙ্গে কবি নজরুলের গভীর ঘনিষ্ঠতা ও বন্ধুত্ব ছিল। সেই সূত্রেই নজরুলের সঙ্গে প্রমীলার পরিচয়।
জমিদারের আমন্ত্রণে শিবালয়ের তেওতায় বেড়াতে এসে কবি গান, কবিতা, ছড়াসহ বহু সাহিত্য রচনা করেন। নজরুলের লেখা ‘ছোট হিটলার’ কবিতায় পুত্র সব্যসাচি (ডাকনাম সানি) ও পুত্র অনিরুদ্ধের (নিনি) জবানিতে তেওতায় ‘ওদের মামার বাড়ি’ এমনটাই উল্লেখ করেছেন। এ ছাড়া তিনি অনেক কালজয়ী কবিতা, জনপ্রিয় গান, ছড়া, হামদ-নাত ও সাহিত্য রচনা করেছেন তেওতার এই গাছে বসে।
জানা যায়, ২০০৮ সালে নজরুল-প্রমীলার স্মৃতিবিজড়িত তেওতা জমিদারবাড়ি ঘিরে স্থানীয় নজরুলভক্তরা সাংগঠনিক তৎপরতা শুরু করেন। ‘নজরুল-প্রমীলা ইনস্টিটিউট’ নামে প্রথম সংগঠনের জন্ম হয়। এ ছাড়া তেওতা নজরুল-প্রমীলা সাংস্কৃতিক গোষ্ঠী, শিবালয় নজরুল-প্রমীলা সাহিত্য পরিষদ, তেওতা জমিদারবাড়ি কেন্দ্রীয় পাঠাগার, নজরুল পরিষদ, কবি নজরুল-প্রমীলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদসহ বিভিন্ন সংগঠন তেওতায় নানা কর্মসূচি পালন করে আসছে।
ইতিপূর্বে কবিপরিবারের সদস্য, নাতি-নাতনি, পুত্রবধূসহ ভারতের বিভিন্ন কবি-সাহিত্যিক, শিল্পীরাও তেওতায় এই জমিদারবাড়িতে আসেন। ২০১৫ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে নজরুল ইনস্টিটিউট তেওতা জমিদারবাড়ি আঙিনায় জাতীয় নজরুল সম্মেলনের আয়োজন করেন।
এই সম্মেলন ঘিরে গণ্যমান্য ব্যক্তিবর্গ তেওতা জমিদারবাড়ির প্রায় ১০ একর এলাকায় নজরুলচর্চা কেন্দ্র, স্মৃতি জাদুঘর, রেস্ট হাউস নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব ও প্রতিশ্রুতি ব্যক্ত করায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই জমিদারবাড়ির দখল বুঝে নিয়ে নানা সংস্কারকাজ শুরু করেন। জমিদারবাড়ির কাচারি মাঠে বহুতলবিশিষ্ট নবরত্নসহ উত্তর অংশে সংস্কার হলেও বর্তমানে জমিদারবাড়ির বাকি অংশ ধ্বংসের মুখে পড়েছে।
স্থানীয় একাধিক নজরুল সংগঠক ও ভক্তরা কবি নজরুলের স্মৃতিবিজড়িত এই জমিদারবাড়িকে রক্ষণাবেক্ষণের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন জানান, জাতীয় কবি নজরুলের স্মৃতিধন্য ও কবিপত্নীর জন্মভিটা তেওতায় কবির ১২৬তম জন্মবার্ষিকী পালনে আয়োজিত অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আজ বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান, কাওয়ালি সন্ধ্যাসহ রাতে মঞ্চস্থ হবে বিশেষ নাটক ‘দামাল ছেলে নজরুল’। এতে ঢাকার জেনেসিস নামক একটি সংগঠনের স্বনামধন্য শিল্পীরা অংশ নেবেন বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
সিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
৩ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলছে। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
৩ ঘণ্টা আগেফরিদপুরে ভাঙ্গা উপজেলায় মহাসড়কে এক পা আর ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন আনার আলী। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে মাঝেমধ্যে সড়কে বসেও পড়ছিলেন তিনি। তাঁর সঙ্গে থাকা বৃদ্ধ স্ত্রীর চোখেমুখে উদ্বেগের ছাপ।
৩ ঘণ্টা আগেদেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে