মাগুরা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আছিয়ার ঘটনায় মামলার বিচারে যে ৯০ দিন সময় দেওয়া হয়েছে, সেটা আমরা মেনে নিয়েছি। কিন্তু সতর্ক করে দিতে চাই, এটা ৯১ দিন হলে আমরা মানব না।’
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় মাগুরার শ্রীপুর উপজেলার সোনাকুন্ডি গোরস্তানে ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশু আছিয়ার কবর জিয়ারতের পর জামায়াতের আমির সাংবাদিকদের এ কথা বলেন। পরে স্থানীয় সোনাকুন্ডি প্রাথমিক স্কুল মাঠে তিনি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।
অপসংস্কৃতির জন্য এগুলো (ধর্ষণের ঘটনা) দীর্ঘদিন ধরে চলছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘ধর্ষণের বিচার একমাত্র ফাঁসি। বাংলাদেশে ধর্ষণের ঘটনায় আগে বিচার তেমন হয়নি। ধর্ষণের বিচারে আগে কয়েকটি ফাঁসি হলেও বেশির ভাগ দোষী ছাড়া পেয়ে গেছে।’
এ সময় অভিযুক্ত ব্যক্তিদের বাড়িঘর পুড়িয়ে দেওয়াসহ ভাঙচুরে সমর্থন করেন কি না সাংবাদিকদের পৃথক প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, ‘যেখানে বিচারপ্রক্রিয়া চলমান, সেখানে দোষী প্রমাণিত হওয়ার সুযোগ দিতে হবে।’
ডা. শফিক বলেন, ‘সাত দিনের মধ্যে বিচার শেষ করার জন্য অনেকে বলছেন। আমরা তাতে একমত নই। কারণ মামলার কিছু প্রক্রিয়া রয়েছে। সেটা সঠিক বিচারপ্রক্রিয়াকে এগিয়ে নেয়। যে জন্য ৯০ দিনই ঠিক আছে।’
মব জাস্টিসের নামে জ্বালাও পোড়াও হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জামায়াতপ্রধান বলেন, ‘মব সৃষ্টি হয়েছে। এটা থামাতে সবার সহযোগিতা লাগবে। মনে রাখতে হবে, দেশটা আমাদের সবার।’
জামায়াতের আমির পরে জারিয়া গ্রামে আছিয়ার পরিবারের সদস্যদের দেখতে যান। সেখানে তাঁদের সমবেদনা জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। বেলা ১১টার দিকে তিনি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আছিয়ার ঘটনায় মামলার বিচারে যে ৯০ দিন সময় দেওয়া হয়েছে, সেটা আমরা মেনে নিয়েছি। কিন্তু সতর্ক করে দিতে চাই, এটা ৯১ দিন হলে আমরা মানব না।’
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় মাগুরার শ্রীপুর উপজেলার সোনাকুন্ডি গোরস্তানে ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশু আছিয়ার কবর জিয়ারতের পর জামায়াতের আমির সাংবাদিকদের এ কথা বলেন। পরে স্থানীয় সোনাকুন্ডি প্রাথমিক স্কুল মাঠে তিনি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।
অপসংস্কৃতির জন্য এগুলো (ধর্ষণের ঘটনা) দীর্ঘদিন ধরে চলছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘ধর্ষণের বিচার একমাত্র ফাঁসি। বাংলাদেশে ধর্ষণের ঘটনায় আগে বিচার তেমন হয়নি। ধর্ষণের বিচারে আগে কয়েকটি ফাঁসি হলেও বেশির ভাগ দোষী ছাড়া পেয়ে গেছে।’
এ সময় অভিযুক্ত ব্যক্তিদের বাড়িঘর পুড়িয়ে দেওয়াসহ ভাঙচুরে সমর্থন করেন কি না সাংবাদিকদের পৃথক প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, ‘যেখানে বিচারপ্রক্রিয়া চলমান, সেখানে দোষী প্রমাণিত হওয়ার সুযোগ দিতে হবে।’
ডা. শফিক বলেন, ‘সাত দিনের মধ্যে বিচার শেষ করার জন্য অনেকে বলছেন। আমরা তাতে একমত নই। কারণ মামলার কিছু প্রক্রিয়া রয়েছে। সেটা সঠিক বিচারপ্রক্রিয়াকে এগিয়ে নেয়। যে জন্য ৯০ দিনই ঠিক আছে।’
মব জাস্টিসের নামে জ্বালাও পোড়াও হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জামায়াতপ্রধান বলেন, ‘মব সৃষ্টি হয়েছে। এটা থামাতে সবার সহযোগিতা লাগবে। মনে রাখতে হবে, দেশটা আমাদের সবার।’
জামায়াতের আমির পরে জারিয়া গ্রামে আছিয়ার পরিবারের সদস্যদের দেখতে যান। সেখানে তাঁদের সমবেদনা জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। বেলা ১১টার দিকে তিনি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হন।
গেটের সামনে ভিড় করছেন কার্গো ভিলেজের কর্মচারীরা। উদ্বেগ প্রকাশ করে তাঁরা বলছেন, এখনো ধোঁয়া বের হচ্ছে। মনে হচ্ছে আগুন পুরোপুরি নেভেনি। আর পুরো আমদানি কার্গো ভিলেজ পুড়ে ছাই হয়ে গেছে।
২ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ভোররাতে পরিবারের লোকজন বাইরে বের হয়ে মুসার রক্তাক্ত লাশ দেখতে পায়। নিহত ব্যক্তির বুকে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে।
৫ মিনিট আগেফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে বাচ্চু মোল্লার মার্কেটে এই আগুন লাগে। এতে মুদি, কাপড়, ওষুধ, জুতা, বীজসহ কমপক্ষে ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
১৬ মিনিট আগেমেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত বামন্দী নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ এবং বামন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ টানা চার মাস জলমগ্ন অবস্থায় রয়েছে। দীর্ঘদিনের এই জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নেওয়ায় দুই প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীর পাঠদান মারাত্মকভাবে ব্যা
২০ মিনিট আগে