মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে ট্রিপল মার্ডারের মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালকিনির বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও তাঁর ভাই মশিউর রহমান রাজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সঙ্গে একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার শিকদারের বিরোধ চলছিল।
এর জেরে গত ২৭ ডিসেম্বর ভোরে ইউপি সদস্য আক্তার শিকদার, তাঁর ছেলে মারুফ শিকদার ও একই এলাকার সিরাজ চৌকিদারকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে ইউপি চেয়ারম্যান ও তাঁর লোকজনের বিরুদ্ধে।
এ ঘটনার তিন দিন পর (৩০ ডিসেম্বর) নিহত আক্তার শিকদারের বাবা মতিউর রহমান বাদী হয়ে ৬৫ জনের নামে একটি হত্যা মামলা করেন। অপর নিহত সিরাজের বাবা রশিদ চৌকিদার বাদী হয়ে ৩৪ জনের নামে আরেকটি মামলা করেন।
দুটি মামলা কালকিনি থানায় রেকর্ড করা হয়। এতে প্রধান আসামি করা হয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও তাঁর ভাই মশিউর রহমান রাজনকে।
এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘কালকিনিতে ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান ও তাঁর ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কোন কোন মামলায় তাঁরা জামিনে রয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।’
মাদারীপুরের কালকিনিতে ট্রিপল মার্ডারের মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালকিনির বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও তাঁর ভাই মশিউর রহমান রাজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সঙ্গে একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার শিকদারের বিরোধ চলছিল।
এর জেরে গত ২৭ ডিসেম্বর ভোরে ইউপি সদস্য আক্তার শিকদার, তাঁর ছেলে মারুফ শিকদার ও একই এলাকার সিরাজ চৌকিদারকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে ইউপি চেয়ারম্যান ও তাঁর লোকজনের বিরুদ্ধে।
এ ঘটনার তিন দিন পর (৩০ ডিসেম্বর) নিহত আক্তার শিকদারের বাবা মতিউর রহমান বাদী হয়ে ৬৫ জনের নামে একটি হত্যা মামলা করেন। অপর নিহত সিরাজের বাবা রশিদ চৌকিদার বাদী হয়ে ৩৪ জনের নামে আরেকটি মামলা করেন।
দুটি মামলা কালকিনি থানায় রেকর্ড করা হয়। এতে প্রধান আসামি করা হয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও তাঁর ভাই মশিউর রহমান রাজনকে।
এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘কালকিনিতে ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান ও তাঁর ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কোন কোন মামলায় তাঁরা জামিনে রয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।’
টিকটকে পরিচয়ের সূত্রে বিয়ের প্রলোভনে কিশোরীকে ডেকে নেন যুবক। এরপর মাদকের আখড়ায় আটকে রেখে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাঙামাটি শহরের বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।
৬ মিনিট আগেপাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত আনোয়ার আহমেদ (৫২) নামের এক দোভাষীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দিয়ার সাহাপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২২ মিনিট আগেকুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৫৪ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। রোববার (১৯ অক্টোবর) সকালে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ এই চোরাই পণ্য জব্দ করা হয়।
২৭ মিনিট আগেময়মনসিংহের ফুলপুরে দেবর-ভাবির সম্পর্ক দেখে ফেলায় ইকবাল হোসেন (৩০) নামে এক যুবককে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাইকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইকবাল হোসেন ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে।
৩০ মিনিট আগে