Ajker Patrika

পদ্মায় তীব্র স্রোত, ফেরি চলছে ৪টি

প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)
পদ্মায় তীব্র স্রোত, ফেরি চলছে ৪টি

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের পদ্মা নদীতে স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরি চলাচল ব্যাহত হয়ে পরেছে। আজ শুক্রবার নৌরুটে সকাল থেকে ৪টি কেটাইপ ফেরি চলাচল করছে। ফলে উভয় ঘাটেই পারাপারের অপেক্ষায় থাকা সহস্রাধিক যানবাহন আটকা পড়েছে। ঘাটে গত কয়েক দিন ধরে আটকে পড়া পণ্যবাহী ট্রাকের চালক-শ্রমিকেরা দুর্ভোগে রয়েছে। 

বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে স্রোতের তীব্রতার কারণে নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। স্বাভাবিক সময়ের চেয়ে ফেরি পার হতে দ্বিগুণ সময় ব্যয় হচ্ছে। এদিকে স্রোতের কারণে ডাম্পসহ অন্যান্য ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘাটে পারাপারের অপেক্ষায় পণ্যবাহী ৬ শতাধিক ট্রাকসহ অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, কাভার্ডভ্যান ও অন্যান্য যানবাহন আটকে আছে ফেরিঘাটে। 

বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, নৌরুটে ডাম্প ও রোরো ফেরি বন্ধ রয়েছে। শুধু কেটাইপ ফেরি কুঞ্জলত ও কদম নামের দুটি ফেরি চলছে। তবে বিকেলের দিকে আরও দুটি ফেরি নৌরুটে যুক্ত হবে। বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে যাওয়া ফেরিগুলো পদ্মাসেতু অতিক্রম করার সময় তীব্র স্রোতের মুখোমুখি হচ্ছে। স্রোত ঠেলে দ্বিগুণ সময় ব্যয় হচ্ছে পার হতে। 

বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, 'নৌরুটে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। সকাল থেকে দুটি কেটাইপ চলেছে। বিকেলে আরও ২টি ফেরি নতুন যুক্ত হচ্ছে। ঘাটে পারাপারের অপেক্ষায় পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক রয়েছে।' 

উল্লেখ্য, শুক্রবার সকাল ৮টার দিকে বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে যাওয়া কেটাইপ ফেরি কাকলি পদ্মাসেতুর ১০ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লাগে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রায় ২৫০ কারখানার পণ্য পুড়ে যাওয়ার আশঙ্কা করছি: বিজিএমইএ সভাপতি

শাহজালালের কার্গো ভিলেজে কী ধরনের পণ্য থাকে

বিমানবন্দরের মতো কৌশলগত স্থাপনায় আগুন নিরাপত্তা ঘাটতির স্পষ্ট প্রমাণ: জামায়াত আমির

এখনো যথেষ্ট আগুন রয়েছে, তবে নিয়ন্ত্রণে

বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন যেসব প্রশ্ন তুলল, সর্বশেষ যা জানা গেল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত