Ajker Patrika

দোকানে ঢুকে গেল কাভার্ড ভ্যান, নিহত ১

মাদারীপুর, প্রতিনিধি
ভেঙে যাওয়া দোকান। ছবি: আজকের পত্রিকা
ভেঙে যাওয়া দোকান। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে যাত্রীবাহী একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যান দোকানের ভেতরে ঢুকে যায়। এতে দোকানদার ইলিয়াজ সরদার (৪০) মারা যান। এ ছাড়া আহত হয়েছে দুজন।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত ইলিয়াজ সরদার একই উপজেলার নয়াকান্দি বাজিতপুর গ্রামের মন্নান সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাভার্ড ভ্যানটি বরিশালের দিকে যাচ্ছিল। পথে সমাদ্দার ব্রিজের কাছে এলে অপর দিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় কাভার্ড ভ্যানটি ইলিয়াজের দোকানে ঢুকে যায়। এতে করে দোকানটি ভেঙে গুঁড়িয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান দোকানদার ইলিয়াজ। এ ছাড়া ঘটনাস্থলে আহত হয় নিহত ইলিয়াজের মেয়ে লাবনী আক্তার (১২) ও ক্রেতা শওকত সরদার (৩৫)। আহত ব্যক্তিদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্মিলিত ইসলামী ব্যাংক উদ্বোধন বৃহস্পতিবার, তোলা যাবে ২ লাখ টাকা

তালাকের ১ মাসের মাথায় ফের বিয়ে করলেন ত্বহা-সাবিকুন

হঠাৎ বিদেশে শাহবাজ শরিফ, সেনাপ্রধান আসিম মুনিরকে সিডিএফ নিয়োগ নিয়ে বিড়ম্বনায় পাকিস্তান

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন ৩ বাহিনীর প্রধানেরা

তালাকের পরে ফের বিয়ে নিয়ে সমালোচনা, যে ব্যাখ্যা দিলেন সাবিকুন নাহার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ