শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
সৌদি আরবে মাদারীপুরের শিবচরের সুমন হাওলাদার (২৬) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁর মৃত্যুর খবর বাড়িতে পৌঁছায়। তবে পরিবারের দাবি, সুমনকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে দ্রুত লাশ দেশে আনার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কমলাপুর গ্রামের মুদিদোকানি দাদন হাওলাদারের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সুমন হাওলাদার বড়। পরিবারে আর্থিক সচ্ছলতা আনতে প্রায় পাঁচ বছর আগে সৌদি আরব পাড়ি জমান সুমন। সৌদির ক্যাবেট সিটির মরুভূমি এলাকায় বসবাস করতেন তিনি। সেখানে টেকনিশিয়ান হিসেবে এসি মেরামতের কাজ করতেন তিনি।
গতকাল বিকেলে সৌদি আরব থেকে সুমনের পরিবারের কাছে খবর আসে, সেখানে এসির কাজ করার সময় একদল ভুয়া পুলিশের তাড়া খেয়ে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে সুমনের মৃত্যু হয়। আবার কেউ জানান, কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন সুমন। এ সময় পুলিশের তাড়া খেয়ে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়।
সুমনের মৃত্যুকে রহস্যজনক আখ্যা দিয়ে তাঁকে হত্যা করে ঘটনা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তাঁর পরিবারের। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে লাশ দ্রুত দেশে আনার দাবি জানিয়েছেন তাঁর স্বজনেরা।
সুমনের মামা আলফাজ গোমস্তা বলেন, ‘আমরা সুমনের লাশের ভিডিওতে দেখেছি, তার মাথার এক পাশে লম্বা কাটা দাগ রয়েছে। শরীরের অন্য কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। বহুতল ভবন থেকে পড়লে শরীরের অনেক স্থানেই আঘাতের চিহ্ন থাকার কথা। কিন্তু তা নেই। মনে হচ্ছে, সুমনকে হত্যা করে ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি করছি।’
সুমনের মা বানু বেগম বলেন, ‘সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উন্মোচন করা হোক। আর আমার নয়নের মনির লাশটি দ্রুত দেশে আনার দাবি করছি।’
এ বিষয়ে জানতে চাইলে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমাদের কেউ এখনো জানায়নি। তবে আমরা খোঁজখবর নিয়ে দেখছি।’
সৌদি আরবে মাদারীপুরের শিবচরের সুমন হাওলাদার (২৬) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁর মৃত্যুর খবর বাড়িতে পৌঁছায়। তবে পরিবারের দাবি, সুমনকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে দ্রুত লাশ দেশে আনার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কমলাপুর গ্রামের মুদিদোকানি দাদন হাওলাদারের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সুমন হাওলাদার বড়। পরিবারে আর্থিক সচ্ছলতা আনতে প্রায় পাঁচ বছর আগে সৌদি আরব পাড়ি জমান সুমন। সৌদির ক্যাবেট সিটির মরুভূমি এলাকায় বসবাস করতেন তিনি। সেখানে টেকনিশিয়ান হিসেবে এসি মেরামতের কাজ করতেন তিনি।
গতকাল বিকেলে সৌদি আরব থেকে সুমনের পরিবারের কাছে খবর আসে, সেখানে এসির কাজ করার সময় একদল ভুয়া পুলিশের তাড়া খেয়ে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে সুমনের মৃত্যু হয়। আবার কেউ জানান, কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন সুমন। এ সময় পুলিশের তাড়া খেয়ে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়।
সুমনের মৃত্যুকে রহস্যজনক আখ্যা দিয়ে তাঁকে হত্যা করে ঘটনা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তাঁর পরিবারের। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে লাশ দ্রুত দেশে আনার দাবি জানিয়েছেন তাঁর স্বজনেরা।
সুমনের মামা আলফাজ গোমস্তা বলেন, ‘আমরা সুমনের লাশের ভিডিওতে দেখেছি, তার মাথার এক পাশে লম্বা কাটা দাগ রয়েছে। শরীরের অন্য কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। বহুতল ভবন থেকে পড়লে শরীরের অনেক স্থানেই আঘাতের চিহ্ন থাকার কথা। কিন্তু তা নেই। মনে হচ্ছে, সুমনকে হত্যা করে ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি করছি।’
সুমনের মা বানু বেগম বলেন, ‘সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উন্মোচন করা হোক। আর আমার নয়নের মনির লাশটি দ্রুত দেশে আনার দাবি করছি।’
এ বিষয়ে জানতে চাইলে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমাদের কেউ এখনো জানায়নি। তবে আমরা খোঁজখবর নিয়ে দেখছি।’
জনতা ব্যাংক থেকে ঋণের নামে ১ হাজার ১৩০ কোটি টাকা আত্মসাতের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারকাতসহ ২৬ জনের নামে চার্জশিট (অভিযোগপত্র) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৭ মিনিট আগেলক্ষ্মীপুরের কমলনগরে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক নারী সদস্য জাহানারা বেগমের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন এলাকাবাসী।
২৩ মিনিট আগে১৯৬৯ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া অধ্যাপক শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ
৩৬ মিনিট আগেমামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় গত বছরের ২০ জুলাই দুর্জয় মধ্যবাড্ডার ইউলুপ এলাকায় আন্দোলনে অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হয়ে দুর্জয়ের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ছাড়া তিনি মাথায় গুরুতর আঘাত পান।
৩৯ মিনিট আগে