Ajker Patrika

লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১১: ৫৬
লক্ষ্মীপুর ঘাট থেকে ছেড়ে যাচ্ছে ফেরি। ছবি: আজকের পত্রিকা
লক্ষ্মীপুর ঘাট থেকে ছেড়ে যাচ্ছে ফেরি। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে ঘন কুয়াশা ও নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হয়। গতকাল বৃহস্পতিবার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। এতে দুই পাড়ে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও পরিবহন চালকেরা চরম ভোগান্তিতে পড়েন। ৬ ঘণ্টা অপেক্ষার পর আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।

লক্ষ্মীপুরে মজুচৌধুরীহাট ও ভোলার ইলিশা ফেরি ঘাটের কর্মকর্তা মো. আতিকুজ্জামান ও মো. কাউছার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। তাঁরা জানান, দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

ঘাটে অপেক্ষমাণ ভোলাগামী যাত্রী মো. সফিকুল ইসলাম ও মাসুদ আলম জানান, রাত ২টা থেকে ঘাটে অপেক্ষা করছিলেন। ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকায় তীব্র শীতে তাদের চরম কষ্ট পোহাতে হয়েছে।

এদিকে তীব্র শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিন বিকেল থেকেই তাপমাত্রা দ্রুত কমে যাওয়ায় প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। শীতের তীব্রতায় শ্রমজীবী মানুষ কাজ করতে পারছেন না। গরম কাপড়ের অভাবে বিপাকে পড়েছেন তাঁরা। শিশু ও বৃদ্ধদের মধ্যে শীতজনিত অসুস্থতা দেখা দিয়েছে। নদীতীরবর্তী এলাকার নিম্ন আয়ের মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

রামগতি আবহাওয়া সতর্কীকরণ কার্যালয়ের কর্মকর্তা মো. সৌরভ হোসেন বলেন, শুক্রবার সকাল ৬টায় ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আবহাওয়া রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন এমন আবহাওয়া থাকবে। পাশাপাশি সপ্তাহজুড়ে কুয়াশা পড়বে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত