Ajker Patrika

লক্ষ্মীপুরে ১২ দেশের মুদ্রাসহ আটক ২

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারের দুই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ করা হয়। ছবি: আজকের পত্রিকা
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারের দুই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ করা হয়। ছবি: আজকের পত্রিকা

অবৈধভাবে বিদেশি মুদ্রার ব্যবসা করার অভিযোগে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারের দুই প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় ১২ দেশের বিপুল পরিমাণ মুদ্রাসহ দুজনকে আটক করা হয়েছে। জব্দকৃত মুদ্রার মান বাংলা টাকায় ৪৮ লাখ ৬১০ টাকা। আটককৃত দুজন হলেন আল মদিনা বস্ত্রালয়ের মালিক খলিলুর রহমান ও নিতাই রায় বস্ত্রালয়ের মালিক খোকন দেবনাথ।

সেনাবাহিনী, জাতীয় গোয়েন্দা সংস্থা ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চন্দ্রগঞ্জ বাজারে অবৈধভাবে বিদেশি মুদ্রার ব্যবসা করে আসছে একটি চক্র। ওই চক্রকে ধরতে আজ সোমবার দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। এ সময় দুই প্রতিষ্ঠান থেকে ১২টি দেশের মুদ্রা জব্দ করা হয়, যার মূল্য বাংলাদেশি টাকায় ৪৮ লাখ ৬১০ টাকা। অবৈধভাবে বিদেশি মুদ্রার ব্যবসা পরিচালনা করার অভিযোগে দুই ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে আটক করা হয়।

লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা ক্যাপ্টেন রাহাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ বাজারে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রাহকের ৯ কোটি টাকা আত্মসাৎ, জনতা ব্যাংকের ম্যানেজার জেলহাজতে

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত