Ajker Patrika

দৌলতপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ৫৫ বছর বয়সী সাহাজুল ফকির নামের এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত সাহাজুলকে গ্রেপ্তার করে আজ শুক্রবার কারাগারে পাঠিয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ১ মার্চ দুপুরে শিশুটি তার বাড়িতে একা ছিল। ওই সময় সাহাজুল ফকির ওই বাড়িতে গিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি কান্না করলে তার মা দ্রুত বাড়িতে এসে দেখেন, অভিযুক্ত সাহাজুল পালিয়ে যাচ্ছেন।

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও শিশুটির বাবা আপস করতে রাজি হননি। পরে ঘটনাটি জানাজানি হলে পুলিশ গিয়ে শিশুটির বাবা ও অভিযুক্ত সাহাজুলকে থানায় নিয়ে আসে।

শিশুটির বাবা রাতেই থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত সাহাজুল ফকিরকে গ্রেপ্তার করে। আদালতের মাধ্যমে আজ তাঁকে কারাগারে পাঠানো হয়।

দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা বলেন, অভিযুক্ত সাহাজুল ফকিরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া ভুক্তভোগী শিশুটি আদালতে জবানবন্দি দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করবে: আমীর খসরু

সিটি করপোরেশন হচ্ছে সাভার

নির্বাচনের আগে প্রশাসনে রদবদল তাঁর তত্ত্বাবধানেই, যোগ্যদেরকে ডিসি নিয়োগ— বিএনপিকে প্রধান উপদেষ্টা

আমি ছিলাম নিখুঁত শিকার—মৃত্যুর আগে লিখে গেছেন ভার্জিনিয়া জিউফ্রে

বিশ্ববাজারে সোনা বিক্রির হিড়িক, ৫ বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন

এলাকার খবর
Loading...