ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া ভেড়ামারায় তুষার আহমেদ জিম (২২) নামের এক তরুণের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের প্রফেসর পাড়ার একটি বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ওই তরুণ প্রফেসর পাড়ার ফজলুল হকের ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার সন্ধ্যার দিকে তুষার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে তিনি আর বাড়িতে ফিরে আসেনি। সকালে তাঁর মোবাইলে কল দিলে কোনো সাড়া মেলেনি।
এদিকে বাড়ির পাশে যে স্থানে বন্ধুরা মিলে আড্ডা দিত সকালে সেখানে তাঁর ফুফু তসলিমা খাতুন খুঁজতে যান। সেখানে গিয়ে দেখেন সিঁড়ির ল্যান্ডিং প্লেসে তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে যায়। পরে থানা থেকে সিআইডি ক্রাইম সিন দলকে খবর দেওয়া হয়।
নিহতের ফুফু তসলিমা খাতুন বুড়ি বলেন, ‘সন্ধ্যায় জিমকে বাড়ির সামনে দেখি। আমি তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলি। পরে আর পাওয়া যায়নি। সকালে পাশের একটি বাড়িতে তার লাশ দেখতে পায়।’
বাড়ির মালিক গোলাম মোস্তফা রুবেল বলেন, ‘আমার বাড়ির সামনের গেট লাগানো থাকে সব সময়। তবে বাড়ির পেছনের অংশের গেট খোলা থাকে। যেটা নির্মাণাধীন অবস্থায় আছে। গত তিন মাস ধরে এ বাড়িতে কোনো ভাড়াটিয়া নেই।’
প্রফেসর পাড়ার বাসিন্দা মোস্তফা বলেন, জিম যথেষ্ট শান্ত সৃষ্ট ছেলে। বিভিন্ন রকমের কাজ করত। তার সমবয়সী বন্ধুরা মিলে দীর্ঘদিন ধরে এ বাড়িতে আড্ডা দেয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। সিআইডির ক্রাইম সিন টিমকে খবর পাঠানো হয়েছে। তারা এলে কার্যক্রম শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পরে মামলার প্রস্তুতি নেওয়া হবে।
কুষ্টিয়া ভেড়ামারায় তুষার আহমেদ জিম (২২) নামের এক তরুণের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের প্রফেসর পাড়ার একটি বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ওই তরুণ প্রফেসর পাড়ার ফজলুল হকের ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার সন্ধ্যার দিকে তুষার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে তিনি আর বাড়িতে ফিরে আসেনি। সকালে তাঁর মোবাইলে কল দিলে কোনো সাড়া মেলেনি।
এদিকে বাড়ির পাশে যে স্থানে বন্ধুরা মিলে আড্ডা দিত সকালে সেখানে তাঁর ফুফু তসলিমা খাতুন খুঁজতে যান। সেখানে গিয়ে দেখেন সিঁড়ির ল্যান্ডিং প্লেসে তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে যায়। পরে থানা থেকে সিআইডি ক্রাইম সিন দলকে খবর দেওয়া হয়।
নিহতের ফুফু তসলিমা খাতুন বুড়ি বলেন, ‘সন্ধ্যায় জিমকে বাড়ির সামনে দেখি। আমি তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলি। পরে আর পাওয়া যায়নি। সকালে পাশের একটি বাড়িতে তার লাশ দেখতে পায়।’
বাড়ির মালিক গোলাম মোস্তফা রুবেল বলেন, ‘আমার বাড়ির সামনের গেট লাগানো থাকে সব সময়। তবে বাড়ির পেছনের অংশের গেট খোলা থাকে। যেটা নির্মাণাধীন অবস্থায় আছে। গত তিন মাস ধরে এ বাড়িতে কোনো ভাড়াটিয়া নেই।’
প্রফেসর পাড়ার বাসিন্দা মোস্তফা বলেন, জিম যথেষ্ট শান্ত সৃষ্ট ছেলে। বিভিন্ন রকমের কাজ করত। তার সমবয়সী বন্ধুরা মিলে দীর্ঘদিন ধরে এ বাড়িতে আড্ডা দেয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। সিআইডির ক্রাইম সিন টিমকে খবর পাঠানো হয়েছে। তারা এলে কার্যক্রম শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পরে মামলার প্রস্তুতি নেওয়া হবে।
ঈদগাহ মাঠ নিয়ে দুই গ্রামের দ্বন্দ্বের জেরে ১৫ দিন ধরে বন্ধ রয়েছে স্থানীয় একটি বাজারের অন্তত ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান। এতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। তাঁদের অনেকে ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে পড়েছেন বিপাকে। পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বন্যাগাড়ি গ্রামের ভুক্তভোগী ২০ জন ব্যবসায়ী
৫ মিনিট আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছেন বলে জানিয়েছে ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত)।
৩০ মিনিট আগেনাটোরের লালপুরে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মো. রাজন আলী (২০) নামের এক ব্যক্তি মারা গেছেন।
৩১ মিনিট আগেরাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণের জন্য আনা হয়েছে রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট। বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন আমদানি কার্গো ভিলেজের সামনে আজ শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে রোবটটিকে একটি বড় লরিতে করে নিয়ে আসতে দেখা যায়।
১ ঘণ্টা আগে