Ajker Patrika

উলিপুরে ছাত্রদের মারধর: আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি 
আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ২১: ২৮
উলিপুরে গ্রেপ্তার আ. লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতা। ছবি: সংগৃহীত
উলিপুরে গ্রেপ্তার আ. লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতা। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা যুবলীগের সদস্য রিয়াদ সরকার (২৮), দলদলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান (৩৫), তবকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাদু (৫৭) ও উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সহসভাপতি মারুফ হাসান মিলন (২৪)।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ শুক্রবার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ গেট ও মসজিদুল হুদার সামনে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের তুলে নিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠি, রড, হকিস্টিক, রামদা, ছোড়া দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় পরবর্তী সময়ে উলিপুর থানায় মামলা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬২০ টাকায় গরুর মাংস, মাইকিং করেও মিলছে না ক্রেতা

গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা শিশুকে পুলিশের সামনেই চড়, সমালোচনার ঝড়

জোটের ভোটেও দলীয় প্রতীক: বিএনপির আপত্তি যে কারণে, এনসিপির উদ্বেগ

ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিলে রাইফেল দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, গ্রেপ্তার ১

চীনা কর্মকাণ্ডের ঝুঁকি ‘সুস্পষ্টভাবে’ বাংলাদেশ সরকার ও সামরিক বাহিনীর কাছে তুলে ধরব: ব্রেন্ট ক্রিস্টেনসেন

এলাকার খবর
Loading...