Ajker Patrika

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় এমপি জাফরের ছেলে গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি 
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১২: ০৮
জাহেদুল ইসলাম সবুজ। ছবি: সংগৃহীত
জাহেদুল ইসলাম সবুজ। ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাফর আলীর ছোট ছেলে জাহেদুল ইসলাম সবুজকে (৩৯) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার বিকেলে রংপুর শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হায়। আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম।

গ্রেপ্তার হওয়া সবুজ খাদ্য বিভাগের অধীন খাদ্য পরিদর্শক পদে কর্মরত। ‌এর আগে তিনি কুড়িগ্রাম খাদ্য বিভাগে যুক্ত থাকলেও পরে দিনাজপুর খাদ্য বিভাগে বদলি হন।

বৈষম্যবিরোধী আন্দোলনে কুড়িগ্রামে সংঘটিত সংঘর্ষের ঘটনায় নিহত শিক্ষার্থী আশিকুর রহমান হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ওসি নাজমুল আলম বলেন, ‘কুড়িগ্রাম সদর থানায় দায়ের হওয়া হত্যা মামলায় সবুজ এজাহারভুক্ত ৬ নম্বর আসামি। রংপুর র‍্যাব-১৩ তাঁকে গ্রেপ্তার করেছে। আমাদের রিকুইজিশন ছিল।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার আসামিকে আনতে পু‌লিশ পাঠানো হয়েছে। তাঁকে আজ (বুধবার) আদালতে সোপর্দ করা হবে।’

বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলাচত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন আশিকুর রহমান নামে এক শিক্ষার্থী। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’

বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করবে: আমীর খসরু

সিটি করপোরেশন হচ্ছে সাভার

বিএনপির ক্লাবঘরে হামলা: জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর

নির্বাচনের আগে প্রশাসনে রদবদল তাঁর তত্ত্বাবধানেই, যোগ্যদেরকে ডিসি নিয়োগ— বিএনপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...