কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রশাসনের অনুমতি নেই—অভিযোগ তুলে কিশোরগঞ্জে হেযবুত তওহীদ আয়োজিত গোলটেবিল বৈঠক বন্ধ করে দিয়েছে পুলিশ। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহরের একটি রেস্তোরাঁয় সংগঠনটির বৈঠক শুরু হলে কিছুক্ষণ পর পুলিশ গিয়ে অনুষ্ঠান বন্ধের নির্দেশনা দেয়।
‘রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা: তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক বৈঠকের আয়োজন করেছিল হেযবুত তওহীদের কিশোরগঞ্জ জেলা শাখা। সভার শুরুতে সংগঠনের জেলা সভাপতি সোহানুর রহমান হিমসেল স্বাগত বক্তব্য দেন। এরপর প্রধান অতিথি ঢাকা বিভাগের সভাপতি মাহবুব আলম মাহফুজ বক্তব্য দিচ্ছিলেন। ঠিক সে সময় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বৈঠকে উপস্থিত হয়ে অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেন।
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, জেলা প্রশাসনের অনুমতি ছাড়া এ ধরনের সভা আয়োজন করা যায় না। আয়োজকেরা অনুমতি না নেওয়ায় আইনগত বাধ্যবাধকতার কারণে সভা বন্ধ রাখতে বলা হয়। অন্যদিকে, প্রধান অতিথি মাহবুব আলম মাহফুজ জানান, রাষ্ট্র সংস্কারের প্রস্তাব সরকারিভাবে আলোচনায় এসেছে বলেই এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে অন্য জেলাতেও একই ধরনের বৈঠক হয়েছে এবং সেগুলোর জন্য প্রশাসনের অনুমতি নেওয়ার প্রয়োজন হয়নি তাঁদের। তবে পুলিশের অনড় অবস্থানে শেষ পর্যন্ত বৈঠকটি বন্ধ করে দেন আয়োজকেরা।
এ বিষয়ে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এটি একটি সভা হলেও অনুমতি ছাড়া এ ধরনের অনুষ্ঠান পরিচালনা করা যায় না। তাই তাঁদের সভা বন্ধ রাখতে বলা হয়েছে এবং আয়োজকেরাও তা মেনে নিয়েছেন। এ পরিস্থিতিতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
প্রশাসনের অনুমতি নেই—অভিযোগ তুলে কিশোরগঞ্জে হেযবুত তওহীদ আয়োজিত গোলটেবিল বৈঠক বন্ধ করে দিয়েছে পুলিশ। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহরের একটি রেস্তোরাঁয় সংগঠনটির বৈঠক শুরু হলে কিছুক্ষণ পর পুলিশ গিয়ে অনুষ্ঠান বন্ধের নির্দেশনা দেয়।
‘রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা: তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক বৈঠকের আয়োজন করেছিল হেযবুত তওহীদের কিশোরগঞ্জ জেলা শাখা। সভার শুরুতে সংগঠনের জেলা সভাপতি সোহানুর রহমান হিমসেল স্বাগত বক্তব্য দেন। এরপর প্রধান অতিথি ঢাকা বিভাগের সভাপতি মাহবুব আলম মাহফুজ বক্তব্য দিচ্ছিলেন। ঠিক সে সময় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বৈঠকে উপস্থিত হয়ে অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেন।
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, জেলা প্রশাসনের অনুমতি ছাড়া এ ধরনের সভা আয়োজন করা যায় না। আয়োজকেরা অনুমতি না নেওয়ায় আইনগত বাধ্যবাধকতার কারণে সভা বন্ধ রাখতে বলা হয়। অন্যদিকে, প্রধান অতিথি মাহবুব আলম মাহফুজ জানান, রাষ্ট্র সংস্কারের প্রস্তাব সরকারিভাবে আলোচনায় এসেছে বলেই এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে অন্য জেলাতেও একই ধরনের বৈঠক হয়েছে এবং সেগুলোর জন্য প্রশাসনের অনুমতি নেওয়ার প্রয়োজন হয়নি তাঁদের। তবে পুলিশের অনড় অবস্থানে শেষ পর্যন্ত বৈঠকটি বন্ধ করে দেন আয়োজকেরা।
এ বিষয়ে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এটি একটি সভা হলেও অনুমতি ছাড়া এ ধরনের অনুষ্ঠান পরিচালনা করা যায় না। তাই তাঁদের সভা বন্ধ রাখতে বলা হয়েছে এবং আয়োজকেরাও তা মেনে নিয়েছেন। এ পরিস্থিতিতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
প্রতারণা করে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত যুবককে দ্রুত গ্রেপ্তারের জন্য ডিবি পুলিশ কৌশল করেছে। এত বড় প্রতারককে ধরার জন্য ডিবি পুলিশের টিমের পুরস্কার পাওয়ার কথা, কিন্তু সামান্য ভুল-বোঝাবুঝির জন্য তিনজনকে প্রত্যাহার করা হয়।
১৩ মিনিট আগেরাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় হত্যাকাণ্ড ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় বরখাস্ত ১৪ সদস্য গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ বুধবার তাঁদের মুক্তি দেওয়া হয়।
২৯ মিনিট আগেরাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় লাগা আগুনে ১৬ জনের মৃত্যুর ঘটনায় ছয়টি মরদেহের ময়নাতদন্ত হয়েছে। তাদের ময়নাতদন্ত ছাড়াও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব মরদেহ আগামীকাল বৃহস্পতিবার হস্তান্তর করা হবে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপি দাশের পর তাঁর সঙ্গে থাকা ছাত্রদলের কর্মী তানিমও মারা গেছেন। আজ বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তানিম (২০) মারা যান।
১ ঘণ্টা আগে