কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শারীরিক প্রতিবন্ধীর ট্রাক্টর ভাড়া নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন জেলা যুবদল সদস্য নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ‘আমার পাওনা ১৭ লাখ টাকা ও স্বরাজ ট্রাক্টর গাড়িটি আত্মসাৎ করার উদ্দেশ্যেই সংবাদ সম্মেলন করে বিভিন্ন অভিযোগ করেন মজিবুর রহমান নজরুল।’
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের গৌরাঙ্গবাজারে একটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন বুলবুল। তিনি পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা গ্রামের বাসিন্দা।
যুবদল নেতা বুলবুল অভিযোগ করে বলেন, ‘নজরুল আর আমি অংশীদারি ব্যবসা করতাম। একসময় নজরুলের কাছ থেকে ১৭ লাখ টাকা পাওনা হয়। এ নিয়ে পাকুন্দিয়া বাজার বণিক সমিতিতে একাধিকবার দরবার হয়। এতে টাকা পরিশোধের আশ্বাস দেন নজরুল। কিন্তু দুই বছর হয়ে গেলেও তিনি আমার পাওনা টাকা পরিশোধ করেননি।’
যুবদল নেতা দাবি করেন, ‘গাড়ির সমস্ত কাগজপত্রও আমার নামে। ট্রাক্টরটি নজরুল তাঁর ইটখোলায় ব্যবহার করার জন্য ভাড়া নেন। ভাড়া দেওয়া বন্ধ করে দেওয়ায় আলোচনা সাপেক্ষে দুই বছর আগে গাড়িটি ফেরত নিয়ে আসি। কথা ছিল এক বছরের মধ্যে আমার পাওনা টাকা পরিশোধ করবে। কিন্তু আজও তিনি আমার টাকা পরিশোধ করেননি।’
মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে মেরে ফেলার অভিযোগের বিষয়ে যুবদল নেতা বলেন, ‘এমন কোনো ঘটনাই ঘটেনি। টাকা আত্মসাৎ করতেই এসব পরিকল্পনা করে নজরুল।’
বুলবুল বলেন, পাওনা ১৭ লাখ টাকা পরিশোধ না করলে নজরুলের বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ নেবেন।
এর আগে গতকাল বুধবার (২৩ জুলাই) একই স্থানে সংবাদ সম্মেলন করে প্রতিবন্ধী মজিবুর রহমান নজরুল অভিযোগ করেন, ট্রাক্টর ভাড়া নিয়ে আর ফেরত দিচ্ছেন না যুবদল নেতা বুলবুল।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শারীরিক প্রতিবন্ধীর ট্রাক্টর ভাড়া নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন জেলা যুবদল সদস্য নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ‘আমার পাওনা ১৭ লাখ টাকা ও স্বরাজ ট্রাক্টর গাড়িটি আত্মসাৎ করার উদ্দেশ্যেই সংবাদ সম্মেলন করে বিভিন্ন অভিযোগ করেন মজিবুর রহমান নজরুল।’
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের গৌরাঙ্গবাজারে একটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন বুলবুল। তিনি পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা গ্রামের বাসিন্দা।
যুবদল নেতা বুলবুল অভিযোগ করে বলেন, ‘নজরুল আর আমি অংশীদারি ব্যবসা করতাম। একসময় নজরুলের কাছ থেকে ১৭ লাখ টাকা পাওনা হয়। এ নিয়ে পাকুন্দিয়া বাজার বণিক সমিতিতে একাধিকবার দরবার হয়। এতে টাকা পরিশোধের আশ্বাস দেন নজরুল। কিন্তু দুই বছর হয়ে গেলেও তিনি আমার পাওনা টাকা পরিশোধ করেননি।’
যুবদল নেতা দাবি করেন, ‘গাড়ির সমস্ত কাগজপত্রও আমার নামে। ট্রাক্টরটি নজরুল তাঁর ইটখোলায় ব্যবহার করার জন্য ভাড়া নেন। ভাড়া দেওয়া বন্ধ করে দেওয়ায় আলোচনা সাপেক্ষে দুই বছর আগে গাড়িটি ফেরত নিয়ে আসি। কথা ছিল এক বছরের মধ্যে আমার পাওনা টাকা পরিশোধ করবে। কিন্তু আজও তিনি আমার টাকা পরিশোধ করেননি।’
মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে মেরে ফেলার অভিযোগের বিষয়ে যুবদল নেতা বলেন, ‘এমন কোনো ঘটনাই ঘটেনি। টাকা আত্মসাৎ করতেই এসব পরিকল্পনা করে নজরুল।’
বুলবুল বলেন, পাওনা ১৭ লাখ টাকা পরিশোধ না করলে নজরুলের বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ নেবেন।
এর আগে গতকাল বুধবার (২৩ জুলাই) একই স্থানে সংবাদ সম্মেলন করে প্রতিবন্ধী মজিবুর রহমান নজরুল অভিযোগ করেন, ট্রাক্টর ভাড়া নিয়ে আর ফেরত দিচ্ছেন না যুবদল নেতা বুলবুল।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে লোকমান হোসেন নামের এক ব্যবসায়ীকে গুলি করার অভিযোগ উঠেছে। এ সময় আশপাশ থেকে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হাতবোমা ফাটিয়ে পালিয়ে যায়। আজ শনিবার দুপুরে উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় এ ঘটনা ঘটে। আহত লোকমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৩ মিনিট আগেচট্টগ্রাম বন্দর চ্যানেলে সিরামিকের কাঁচামাল নিয়ে লাইটারেজ জাহাজডুবির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা উপকূল ও কর্ণফুলী নদীর মোহনায় (নেভাল একাডেমির সামনে) ‘এমভি জায়া’ নামে ওই লাইটারেজ জাহাজটি ডুবে গেছে।
৩৫ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র বিএনপি ও যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হন। তাঁদের মধ্যে অন্তত ছয়জনকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর পশ্চিমপাড়া গ্রামে আজ শনিবার সকাল ১০
৪১ মিনিট আগেখুলনায় কারাগারে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই মাদক কারবারির অনুসারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন কারাবন্দী আহত হয়েছেন। তবে তাঁদের নাম প্রকাশ করেনি কারা কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে